আগে ব্যাক্তিগত কিংবা পারিবারিক সূত্রে বিয়ের অনেক দাওয়াত আসতো
কিন্তু মানবিক দিক বিবেচনা করতে যাওয়া হত না।
আমি তাদের চিনি না সুতরাং আমার যাওয়ার দরকার নেই, আমাকে দাওয়াত দিল না আমি কেন ছেস্রাড়ার মত যাব,
আমি ফকির না মানুষের বিয়েতে দাওয়াত না দিলেই দৌড় দিব।
যাই হোক এবার বর্তমানে আসি বর্তমান সমাজে বিয়ের রিতি নীতিতে ও যথেষ্ট পরিবর্তন এসেছে।
ইদানীং বিয়ে বাড়িতে (ডি.এস.এল.আর) এর আধিপত্যটা বেশ লক্ষণীয়।
আর (ডি.এস.এল.আর) এর সাথে সম্পর্কটা আমার জনম জন্মান্তরের।
কিন্তু দুক্ষের বিষয় এখন আর আগের মত বিয়ের দাওয়াত পাই না।
সম্পর্কের এর দিক বিবেচনা করে পূর্বের মানবিক দিক গুলো বিসর্জন দিয়েছি।
মানুষগুলো দিন দিন ছেস্রড়া হয়ে যাচ্ছে মন খুলে খাওয়ানোর জায়গায় চোখ খুলে খাওয়ায় ।
বলে রাখলুম আমার কিন্তু নতুন জামা কাপড় তোলা আছে আলমারিতে বিয়েতে দেয়ার জন্য দামি উপহার ও প্রস্তুত,
শুধু মাত্র দাওয়াত পাওয়াটা বাকি !!
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৬