আমরা প্রতিনিয়ত অনেক নামিদামি কোম্পানির লোগো দেখছি । দেখে খুব সাধারণ মনে হলেও এইসব কোম্পানির লোগোতে অনেক রহস্য বা গোপন বার্তা থাকে যা আমরা সাধারণভাবে দেখে বুঝতে পারিনা । ঐ রকম কিছু গোপন বার্তা সম্বলিত লোগো দেখে আমি নিজে ও অবাক হয়েছি যা আগে কখনও খেয়াল করিনি ।
০১. Unilever:
Unilever সম্পর্কে আমাদের সবার ধারণা আছে। কিন্তু এর লোগোর হিডেন রহস্য কি জানেন? ইউনিলিভার ফুড়, বেভারেজের মধ্যে প্রায় সবধরনের সেবা ও পণ্যই প্রস্তুত করে থাকে। আর এই সব পন্যই তাদের লোগোর মধ্যে ভিবিন্ন চিহ্ন দিয়ে ফুটিয়ে তুলেছে। যেমন- হার্ট দিয়ে love, care and health, পাখি দিয়ে ফ্রিড়ম ও শার্ট দিয়ে পরিস্কার পরিচ্চন্ন কাপড় বোঝানো হয়েছে।
০২. IBM:
IBM এর লোগোতে দেখবেন আটটা লাইন সহজেই দেখা যায় যা দিয়ে গতি এবং ডায়নামিজম বোঝানো হয়েছে ।
০৩. Shark Energy Drink LOgo:
এই লোগার রহস্যটা সহজ- Shark ওয়ার্ড দিয়ে একটি শার্কের ছবি ফুটিয়ে তোলা হয়েছে।
০৪. Sun Microsystems:
Sun logo কোম্পানি কে সবদিক থেকে রিপ্রেজেন্ট করে । এই লোগোর যে দিক থেকে তাকান আপনি Sun দেখতে পাবেন।
০৫. Amazon.com:
এই লোগোটা দেখে মনে হয়না যে এর মাঝে হিড়েন কোন বার্তা আছে। কিন্তু একটু ভাল করে লক্ষ করলে দেখবেন হলুদ একটা তীর চিহ্ন যা দিয়ে হাসি বোঝানো হয়েছে। একি সাথে তীর চিহ্নটি কানেক্ট করছে a ও z কে যা দিয়ে বুঝানো হয়েছে তাদের ষ্টোরে a to z সব পণ্যই পাওয়া যায়।
০৬. Formula 1:
এই লোগোতে তেমন গোপন কিছু না বুঝা গেলেও একটু সুক্ষভাবে দেখলে দেখলে একটা নাম্বার (১) দেখা যায়। এফ ও লাল স্টেপের মাঝে ১ টা ফুটিয়ে তুলা হয়েছে এবং লাল স্টেপ দিয়ে গতি বুঝানো হয়েছে ।
০৭. Fedex:
এই লোগোর মাঝে একটা গোপন বার্ত আছে যা সহজে বুঝা যায়না। একটু ভাল করে লক্ষ করলে E and x এর মাঝে একটা তীর চিহ্ন দেখা যায় যা দিয়ে গতি বুঝানো হয়েছে।
০৮. Sony Vaio
Sony Vaio জনপ্রিয় লেপটপ ব্যান্ড। Vaio এর প্রথম দুটি অক্ষর দিয়ে এনালগ সিগনাল বুঝায়। এর শেষের দুটি অক্ষর দেখতে 1 and 0 এর মত যা দিয়ে ডিজিটাল সিগনাল বোঝায়।
০৯. Google Logo:
See the nice Google Logo for 2008. Google” celebrated its 25 years of TCP/IP it revealed its logo with hidden year “2008”.
১০. Hope For Children Initiative:
প্রথমে দেখে এই লোগোতে শুধু আফ্রিকার ম্যাপ মনে হলেও একটু ভাল করে লক্ষ করলে একটা শিশু ও প্রটেকটিভ বয়স্ক মানুষের চিহ্ন দেখা যায়।
১১. Logo !N3K8:
এই লোগোর জটিলতার মাঝে এর সৈান্দর্য লুকায়িত। numeric and alphabets অক্ষর দিয়ে কোম্পানির নাম “intricate” ফুটিয়ে তোলা হয়েছে ।
১২. Eight Logo:
এতে সহজ এবং চতুরতার সাথে কোম্পানির নাম তুলে ধরা হয়েছে। Eight এর প্রত্যেকটা অক্ষর নিওমারিক 8 দিয়ে বানানো হয়েছে ।
১৩. Concealed Logo:
অসাধারণ একটি লোগো । দেখুন কি সুন্দর করে শিশু দটির হাতের মাঝে শান্তির প্রতিক ফায়রা ফুটিয়ে তোলা হয়েছে ।
১৪. Twins:
সত্যিকারের ক্রিয়েটিভিটি ফুটে উঠেছে এই লোগোতে। নাম্বার 2 দিয়ে n ও ২ দুটাই এবং কোম্পানির ক্রিয়েটিভ আইড়িয়া ফুটে উঠেছে ।
১৫. 5.10 Logo:
কি চতুরতার সাথে 5 and10 কে ফুটিয়ে তোলা হয়েছে এই লোগোতে ।
১৬. "B" Logo:
অতি সাধারণ ভাবে এই লোগোতে “B” এবং “Bee”দুটাই বোঝানো হয়েছে ।
১৭. The Bison:
দেখতে একটা ষাড়ের মত মনে হলেও দেখুন এর মাঝেই লুকানো আছে Bison কথাটি ।
১৮. Hammer Logo :
আরেকটি ক্রিয়েটিভ লোগো। "H" এর মাঝে দেখুন কত সুন্দর করে একটা হাতুড়ি দেখা যাচ্ছে।
১৯. Yoga Australia Logo:
দেখে মনে হচ্ছে একটি মেয়ে ইয়োগার পোজ দিচ্ছে। একটু সুক্ষ দৃষ্টিতে দেখুন মেয়েটির হাত ও পয়ের মাঝখানে কি সুন্দর করে অষ্ট্রেলিয়ার ম্যাপ আঁকা হয়েছে ।
২০. Hartford Whalers:
এই লোগোতে একি সাথে তিনটি কনসেপ্ট তুলে ধরা হয়েছে। একটি তিমির লেজ, সবুজ অংশ দিয়ে “W” for Whalers এবং সাদা অংশ দিয়ে “H” for Hartford বোঝানো হয়েছে ।
২১. Toblerone:
একটু ভাল করে দেখলে এই লোগোতে একটি ভালুক ও একটি পর্বত দেখতে পাবেন ।
২২. Big Ten Logo:
একটু লক্ষ করলে দেখতে পাবেন লোগোর মাঝখানে “11″ সংখ্যাটি দেখা যাচ্ছে যা এই গ্রুপের সদস্য সংখ্যা মিন করে ।
২৩. Milwaukee brewers:
লোগোটা দেখতে বেসবল গ্লাবসের মত লাগলেও এর মাঝেই দলের নামের M ও b ফুটে উঠেছে ।
২৪. Amnesty International 30th Anniversary:
এই লোগোটি Amnesty International 30th Anniversary of Finnish Division এর। ৬ টি হাতকে ৫ আঙুল দিয়ে গুন করুন পেয়ে যাবেন 30th Anniversary occasion.
২৫. Horror Films:
একটু মনযোগ দিয়ে দেখুন...কি দেখতে পাচ্ছেন একটা ভুতের ছবি।
২৬. nbc
খুব সিম্পল একটি লোগো...একটু তাকালেই পেয়ে যাবেন ৬ টা পেখম নিয়ে একটা ময়ুর দাড়িয়ে আছে ।
২৭. Treacy Shoes:
“T” and “S” এর মাঝে দেখুন, কি সুন্দর করে একটা জুতা বসিয়ে দিয়েছে ।
২৮. Zoorganic:
এই লোগোতে একি সাথে তিনটি প্রাণীকে দেখানো হয়েছে - ১.ঈগল ২.ঘোড়া ৩. wolf
২৯. peace:
এই লোগোতে একটু লক্ষ করলেই দেখতে পাবেন একটি মানুষ চেয়ে আছে শান্তির প্রতিক পায়রার দিকে ।
৩০. NorthWest Old Logo:
এই লোগোতে বৃত্তটার মাঝে N and W (north west) অক্ষর দুটির পাশাপাশি কর্নারে একটা ত্রিভুজ দিয়ে কম্পাসের সিম্বল ফুটিয়ে তোলা হয়েছে ।।
৩১. Toyota:
টয়োটার লোগোটা আমরা প্রতিনিয়ত দেখছি, কিন্তু লোগোর মাঝে যে টয়োটা লিখা আছে তা আমরা কি কখনো খেয়াল করেছি ?
৩২. ED Logo:
এই লোগোটা দেখতে একটা প্লাগের মত মনে হলেও দেখুন এর মাঝেই E ও D শব্দ দুটোই আছে ।
৩৩. London Symphony Orchestra:
একটু মনযোগ দিয়ে দেখুন L, S, O এই তিনটা ওয়ার্ড ই আছে লোগোতে ।