লুকায়িত আওয়ামী লীগের কোন একজন দলীয় রাজনীতিবিদ আছে, যাকে আপনার কাছে রাজনীতিবিদ বলে মনে হয়, ও আপনি বিশ্বাস করেন যে, সে আমাদের জাতিকে আজকের বিশ্বে নেতৃত্ব দিতে পারবে? আসলে কেহ নেই! দলটাতে চোর ব্যতিত অন্য কিছু নেই।
বিএনপি সম্পর্কে আপনার কি ধারণা? উহাতে রাজনীতিবিদ আছে, কিংবা নেতা আছে? আমি দেখছি না; মির্জাকে আজকের বিএনপিও মানে না; আপনি কিভাবে সন্মান করবেন? বিএনপির লোকজন ৩/৪ ভাগে বিভক্ত হয়ে ডাকাতী চালাচ্ছে দেশে।
জামাতের যেই রাজনৈতিক সংস্কৃতি উহা বর্তমান বিশ্বের জন্য বা আমাদের জাতির জন্য প্রয়োজ্য? আসলে, ওদের সংস্কৃতি আজকের বিশ্বের জন্য জংগীবাদ ছাড়া কিছুই নয়; ঐতিহাসিকভাবে তারা সামন্তবাদের বাইরে কিছুই ভাবতে পারে না, ওদের আচরণ যেকোন জাতিকে ধ্বংস করার জন্য যথেষ্ঠ। ১৯৭১ সালে তাদের ভুমিকা ও বর্তমান আমেরিকার ক্যু'তে তদের আচরণ দেখে কি মনে হচ্ছে আপনার কাছে?
এখন বুঝেন, জাতি কিভাবে নিজ পায়ে দাঁড়াবে?
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:৩৩