১.
হাজার হাজার কোটি টাকার ব্যবসা করা বৈদেশিক কোম্পানি টেলিনর, বাংলাদেশ যার নাম গ্রামীণফোন, আজ সকালে একজন বাংলাদেশী কে নিজের কোম্পানির সিইও ঘোষণা করেছে।
বাংলাদেশী হিসেবে তা খুশির খবর এবং নিঃসন্দেহে সবাই আনন্দ উপযাপন করছে!
‘বড় ঘটনাকে আড়াল করার জন্য ছোট ছোট সম্পর্ক বিহীন ঘটনা ঘটানো হয় লোকচক্ষুর সামনে, যাতে তারা বিচ্ছিন্ন ও সম্পর্কহীন ঘটনাগুলোতে মনোযোগী হয়ে বড় ঘটনা থেকে মনোযোগ সরিয়ে আনে!’
বাংলাদেশের টেলিযোগাযোগ সংস্থা বিটিআরসি’র প্রায় সাড়ে বারো হাজার কোটি বকেয়া পাওনা টাকার উপর মামলা করার পর গ্রামীনফোন কোম্পানি রাষ্ট্রপতি কে নোটিশ দিয়েছিলো, কারো হয়তো মনে আছে অথবা সাম্প্রতিক ঘটনাগুলোর আড়ালে তা ভুলে গিয়েছেন!
গ্রামীণফোন বেশ কয়েক বছর ধরে নিজেদের অহং মনোভাব চালিয়ে আসছে দেশের অর্থনীতির উপর। কথা উঠছিলো, গ্রামীনফোন কোম্পানি কে বদলে ফেলার/দেশে আর ব্যবসা করার অনুমতি না দেওয়ার!
এরমাঝে, ঘটে গেলো বেশ অনেকগুলো ঘটনা। আচমকা আজ সকালে গ্রামীনফোন কোম্পানি নিজেদের হাজার কোটি টাকা মূলধন দেওয়া প্রতিষ্ঠানের সবচেয়ে উঁচু পর্যায়ে কেনো একজন বাংলাদেশী কে দিয়েছে, সেখানে আমি প্রশ্নবিদ্ধ!
যদিও, ভুলেও আমি জনাব ইয়াসির আজমান, গ্রামীনফোন কোম্পানির নতুন সিইও, এর যোগ্যতা, দক্ষতা আর প্রতিশ্রুতি বদ্ধতা নিয়ে একদম-ই সন্দেহ প্রকাশ করছি না।
আমি শুধু ঘটনা গুলো জুড়ে দিচ্ছি, একটার সাথে আরেকটা!
পুরো লেখাটা পড়ে পাশে থাকার দরকার ধন্যবাদ, মতামত জানাতে চাইলে ‘সমাজের ভদ্র ভাষায়’ সমালোচনা করুন। উপকৃত ও কৃতজ্ঞ হবো, নিঃসন্দেহে। ❤
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৪৮