“জয় বাংলা” কে জাতীয় স্লোগান হিসেবে আখ্যায়িত করা দরকার, আমার ব্যক্তিগত মতে।
তবে তা অবশ্য ই অবশ্য ই ‘রাজনৈতিক দলগুলোর সম্প্রীতির বাইরে।’
প্রতিটি দেশ, দেশের প্রতিটি মানুষ, ধর্ম-জাতি-বর্ণ নির্বিশেষে, দেশকে ভালোবেসে, দেশের প্রতিটি সম্মান রেখে যেভাবে “জায় হিন্দ, হেইল আমেরিকা” বলে প্রতিনিয়ত নিজেদের দেশকে বহির্বিশ্বে প্রতিনিধিত্ব করে, তেমনিভাবে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চিত্তে ভূমিষ্ঠ হওয়া এই দেশে “জয় বাংলা” প্রতিটি মানুষের হৃদয় নিগূঢ় আওয়াজ থেকে বের হওয়া উচিত।
আসুন, ৪৯ বছর আগে যেভাবে “জয় বাংলা” কে শব্দ কে কোনো এক বিশেষ দলের জন্য ব্যবহার না করে পুরো জাতিকে ‘এক’ করতে উচ্চারিত করা হয়েছিলো, আমরাও এবার নতুন করে, নতুনভাবে নিজেদের স্বাধীনতা উদযাপন করি৷
নিজে বলুন, অন্যকে বলার অনুপ্রেরণা দিন এবং ছড়িয়ে দিন এই আওয়াজকে।
“জয় বাংলা!” ❤
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:২৯