জাপানের এক একটা পার্ক বিশাল জায়গা জুড়ে বানানো। প্রায় প্রতিটি পার্কে কিছু নির্দিষ্ট ফুলগাছ থাকে এবং প্রতিটি ফুলের মৌসুমে সেগুলো ফুটে পার্কের চেহারা বদলে যায়। মার্চের শেষদিকে ফুটে সাকুরা(চেরি ফুল)। এপ্রিলের মাঝামাঝি টিউলিপ, মে মাসে গোলাপ, জুনে হাইড্রেঞ্জিয়া, এছাড়া সারা বছরই কোন না কোন ফুল ফুটে থাকে। এছাড়া হেমন্তে কিছু গাছের পাতা পুরোপুরি লাল হয়ে যায়। সে সময় লাল গাছগুলো দেখতে ভালই লাগে।
পার্কে যে শুধু ফুল আর গাছ থাকে তা কিন্তু নয়। কোন কোন পার্কে বড় একটা লেক বা পুকুর থাকে। সেখানে বিশাল বড় বড় মাছ থাকে, কোন কোন মাছ রঙ্গিনও হয়। এছাড়াও কচ্ছপ, ব্যাং, সাপ সবই থাকে। কিন্তু পার্কগুলো এত সুন্দর করে বানানো থাকে যে এদের ইকো সিস্টেম নষ্ট হয়না, এরা এদের মত থাকে আবার মানুষজনও এসে পার্কের ধারে বেঞ্চে বসে বসে প্রকৃতি উপভোগ করে।
প্রতিটি পার্কেই কবুতরের বিশাল ঝাঁক থাকে। কিছু কিছু বৃদ্ধ বা বৃদ্ধা প্রায় সময়ই কবুতরকে এসে খাওয়া দেয়। একারণে এরা মানুষকে একদম ভয় পায়না। বরং আপনি যদি এদের কাছাকাছি যান, তবে এরা আপনার দিকে এগিয়ে আসবে। মনে করে আপনি বুঝি খাবার দিবেন।
আমার ইউনিভার্সিটির ঠিক পাশে এরকম একটা পার্ক আছে। ল্যাবের কাজ করতে করতে যখন হাঁপিয়ে যাই তখন মাঝে মাঝে ফাঁকি দিয়ে সেখানে বসে থাকি। সময়টা বেশ ভাল কাটে তখন। এছাড়া শনিবার, রবিবার বউ বাচ্চা নিয়েও আসি। তখন বাচ্চাটা খেলাধুলা করে। আমি যখনই পার্কে আসি, আমার ক্যামেরাটাও সাথে করে নিয়ে আসি।
সুতরাং বুঝতেই পারছেন আমি এখন ছবি আপলোড করব।
গোলাপঃ
সাকুরা ফুলঃ
টিউলিপঃ
হাইড্রেঞ্জিয়াঃ
পার্কের কিছু প্রাণীর ছবিঃ
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০১৬ সকাল ৯:০৯