রাজনীতি নিয়ে আমার খুব একটা মাথা ব্যাথা নাই। আমি মনে করি রাজনীতি হলো রাজার নীতি। তাই আমি আদার ব্যাপারি ঐ দিক থেকে একটু দূরে থাকতেই চেষ্টা করি। তবে আজ একটু রাজনীতি না করেই পারলামনা।
রাজনীতিটা হলো গতকালের আদালতের রায় নিয়ে। রায়টি হলো আমাদের সংবিধান নিয়ে। যে সংবিধানের কোন পরিবর্তন, পরিমার্জন, যক্তকরণ, বিয়োজন অর্থাৎ সংবিধান সংক্রান্ত যে কোন সিদ্ধান্ত নিতে হলো সংসদের কমপক্ষে দুই তৃতীয়াংশ সদস্যের প্রয়োজন হয় যারা সরাসরি জনগনের ভোটে নির্বাচিত। কিন্তু দেখলাম গতকাল মাত্র ৬ জন ব্যক্তি সংবিধান সংশোধন করে ফেললেন যাদের সাথে জনগনের লেশ মাত্র সম্পর্ক নেই। কি অদ্ভূদ এক দেশে আমাদের বসবাস। হয়তবা ভবিষ্যতেও এভাবে চলতে থাকবে। আদালতের রায়ে আজ যদিও একটি পক্ষ খুব খুশি হয়েছে তাদের ইচ্ছার প্রতিফলন ঘটার জন্য। হয়তো অদূর ভবিষ্যতে যখন এই রায়কে রেফারেন্স দিয়ে আদালত আবার সংবিধানের কর্তন করবে তখন হয়তবা এই পক্ষটিই সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হবে।
তাই আজ পরাজিত হয়েছে দেশ, পরাজিত হয়েছে দেশের রাজনীতি, দেশের রাজনীতিবিদগন, সংসদ, সংবিধান, সরকার, রাষ্ট্র সর্বপরি দেশের সমগ্র জনগন।