তরু তলে বসে থাকতাম একটি নদীর পাশে।
একটু সবুজ ছাঁয়া পাব তাহার মধুর আশে।
আমার হিঁয়া জুড়িয়ে যেতো সবুজেরই ছাঁয়।
সেই সবুজ হারালো কোন দূর অজানায়।
হৃদয় আমার সতেজ হতো সবুজের ছোঁয়া পেয়ে।
মনটি আমার উঠতো নেচে সবুজের গান গেয়ে।
আজকে সবুজ কোথায় তুমি?
ধরা আজ উষ্ণ ভূমী।
খড়তাপে ফেটে চৌচির হয়ে যায়।
বসুধা যে বন্ধু সবুজ তোমার অপেক্ষায়।
আজকে আসুন সবাই মিলে,
সুরে সুরে যাই বলে,
সবুজের জয়গান গাই।
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫