somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আমার পরিসংখ্যান

আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

এমন একটা ভুবন পেতাম যদি

লিখেছেন খাইরুন নাহার বিনতে খলিল, ০৭ ই জুন, ২০১৭ সকাল ৯:৪২

এমন একটা ভুবন পেতাম যদি....
যেথায় আঁধার কালো রাতে
থাকতো না কোনো ভয়;
অরুণ রাঙা প্রভাতে
ছিনিয়ে আনা যেতো শত কোটি জয়।

এমন একটা ভুবন পেতাম যদি....
যেথায় অর্থ বিত্তের চিন্তায়
কারো জীবন ফুরোয় না।
অল্পতে সবে তুষ্ট থাকে
বেশি চায় না।


এমন একটা ভুবন পেতাম যদি....
যেথায় একে অপরকে
বাসতে পারে ভালো;
অন্য জনের আঁধার ঘরে
ছড়াতে পারে আলো। বাকিটুকু পড়ুন

১৯ টি মন্তব্য      ১৯৯ বার পঠিত     like!

সবুজের জয়গান গাই

লিখেছেন খাইরুন নাহার বিনতে খলিল, ২৩ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫

তরু তলে বসে থাকতাম একটি নদীর পাশে।
একটু সবুজ ছাঁয়া পাব তাহার মধুর আশে।
আমার হিঁয়া জুড়িয়ে যেতো সবুজেরই ছাঁয়।
সেই সবুজ হারালো কোন দূর অজানায়।

হৃদয় আমার সতেজ হতো সবুজের ছোঁয়া পেয়ে।
মনটি আমার উঠতো নেচে সবুজের গান গেয়ে।
আজকে সবুজ কোথায় তুমি?
ধরা আজ উষ্ণ ভূমী।
খড়তাপে ফেটে চৌচির হয়ে যায়।
বসুধা যে বন্ধু সবুজ তোমার অপেক্ষায়।

আজকে... বাকিটুকু পড়ুন

১১ টি মন্তব্য      ২৬৯ বার পঠিত     like!

হতে যদি পারতাম

লিখেছেন খাইরুন নাহার বিনতে খলিল, ২২ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩২

হতে যদি পারতাম বিহঙ্গ।
তবে দূর আকাশে,
যেতাম উড়ে উড়েে।
ঐ নীল নভ:কে ছোয়ার আশে।
হয়তো থাকতো না কেউ পাশে।

থাকতো না মনুষ্য জীবনের, এই
খন্ড খন্ড দুঃখ,
টুকরো টুকরো বেদনা,
সুখ সভ্যতার চেতনা।

হয়তো বা কোনো একদিন,
কোনো এক ব্যাধের শরের আঘাতে
হারাতাম ক্ষুদ্র মোর জীবন খানি।
সেই বুঝি খুব ভালো হতো
জীবনের সব লেন দেন চুকে যেতো,
এ জীবনের সকল ব্যাথা... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ২৫০ বার পঠিত     like!

বাংলা বানান বিতর্ক এবং আমার কিছু কথা

লিখেছেন খাইরুন নাহার বিনতে খলিল, ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২২

আমাদের অনেকের মাঝেই প্রশ্ন জাগে বাংলা বর্ণমালায় সমগোত্রীয় বর্ণ কেন??
যেমন;-
ই,ঈ;
উ,ঊ
গ,ঘ
জ,ঝ,য
ড,ঢ
দ,ধ
ন,ণ
ব,ভ
শ,ষ,স
র,ড়,ঢ়
এ বর্ণ গুলোকে কী কমিয়ে একটি বর্ণে রূপান্তর করা যায় না। তবে বর্ণ মালা থেকে কমে যেত ১৩টি বর্ণ।এতে করে বর্ণ সংখ্যা কমবে এবং বানান হবে সহজলব্ধ। দারুন এবং বুদ্ধিদীপ্ত প্রশ্ন। এই প্রশ্নের উত্তরের আগে জেনে নেই ভাষা কি?

অর্থপূর্ণ ধ্বনির... বাকিটুকু পড়ুন

২৯ টি মন্তব্য      ৯১১ বার পঠিত     ১২ like!

মহান একুশ অমর হোক

লিখেছেন খাইরুন নাহার বিনতে খলিল, ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৬:৫৭

“মা, মাতৃভাষা, মাতৃভূমি” এ শব্দ তিনটি আমরা অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চারণ করি। পৃথিবীর ইতিহাসে মা, মাতৃভাষা, মাতৃভূমির অপমান সইতে না পেরে বহু জাতি যুগ যুগ ধরে তাদের বিদ্রোহীবাণী উচ্চারণ করে গেছেন। এর মধ্যে বাঙালি জাতির মাতৃভূমি ও মাতৃভাষার জন্য সংগ্রামের ইতিহাস বেশ মর্মস্পর্শী । কিন্তু দুঃখ জনক হলেও সত্যি আমরা... বাকিটুকু পড়ুন

১৩ টি মন্তব্য      ৭৩০ বার পঠিত     like!

ওদের কথা

লিখেছেন খাইরুন নাহার বিনতে খলিল, ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:১৪


আমরা নিজেদেরকে সভ্য জাতি বলে দাবি করি। এরকম দাবি করার অনেক যৌক্তিক কারন রয়েছে বটে। কিন্তু আমাদের এই ধারনাটা যে অসাড় তা নিয়মিতই প্রমান করে যাচ্ছে রাস্তার মোরে হাত পেতে দাড়িয়ে থাকা ছিন্নমূল পথ শিশুরা।

আমাদের ধারটা গভীর ভারটা মহীসোপানের মতো। ছিন্নমূল শিশুদের বেলায় দরদে আমাদের হৃদয়টা অসীম কিন্তু কাজ... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ২৮০ বার পঠিত     like!

প্রশ্ন

লিখেছেন খাইরুন নাহার বিনতে খলিল, ২৩ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯

তুমি কি অসীম নীলিমা হয়ে
তোমার নীলের বিশালতায়
আমায় রাখবে ধরে?
তুমি কি শরৎ হয়ে
শুভ্রতা ছড়াবে
আমার বিমর্ষ প্রহরে?


তুমি কি সায়র হয়ে
তোমর ঐ বিশাল বক্ষে
করবে আমায় ধারণ?
তুমি কি প্রিয় হয়ে
তোমার ঐ প্রাণে
করবে আমায় আপন?


তুমি কি কোকিল হয়ে
মধুর মিষ্টি সুরে
আমায় শোনাবে গান?
তুমি কি অলি হয়ে
সাজাবে আমার
পুষ্পের ঐ কানন?


তুমি কি বৃষ্টি হয়ে
অঝরে... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ১৩৬ বার পঠিত     like!

অবেলায় অবহেলা

লিখেছেন খাইরুন নাহার বিনতে খলিল, ২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:১৪



তোমার আদরের ধন নইতো আমি,
প্রেমও নই তাও জানি।
কাঙালিনী যে রয়ে যাব,
কভু হব না তোমার রানী।

নীলিমার ঐ সীমারেখায়
অসীম দিনের পথযাত্রায়
জ্বেলেছি আমি ভালোবাসর
রক্তিম প্রদীপ খানি,
অশ্রুতে প্রাণটাকে মোর নিয়েছে যে হানি।

লাগে বড্ড ভয়,
কি জানি কি হয়।
জীবনের এ বাঁকে এসেে
আমার এমন দশা দেখে
সবাই যদি ওঠে হেসে
করব তখন কি হায় !!

বিধাতারও আছে হাসি
নেই... বাকিটুকু পড়ুন

১৪ টি মন্তব্য      ১৭০ বার পঠিত     like!

কবিতাঃ বেলা শেষে

লিখেছেন খাইরুন নাহার বিনতে খলিল, ১৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৫৬



দক্ষিণা শীতল সমীরণে
ফাগুনের ভ্রমরের গুনঞ্জরণে
হঠাৎ ঘুম ভেঙে গেল আমার।
মনে পড়ে গেল সেই সব স্মৃতি
যা ছিল শুধু তোমার আর আমার।

পুকুর পাড়ে তোমার আশে
বসেছিলাম আলতা রাঙা পায়।
ভালোবাসার টানে তুমিও এসে
জড়ালে ফুল আমার খোঁপায়।

আতঃপর করলে আলিঙ্গন
আধরে রাখলে অধর।
আমি হারালাম প্রেমের জগতে
যা ছিল সুমিষ্ট সুমধুর।

দক্ষিণা পবনে উড়ছিল আমার শাড়ির আঁচল
তুমি ডুবেছিলে আমাতে এক... বাকিটুকু পড়ুন

৪০ টি মন্তব্য      ১৪৫৪ বার পঠিত     like!

আমরা হব সবার সেরা

লিখেছেন খাইরুন নাহার বিনতে খলিল, ২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২৭

দেশের উন্নয়নের তরে আমরা কত কিছুইনা করে থাকি।অনেকে আবার মুখে বড় বড় বুলি আওরাই। কেউ বলে থাকি দেশের উন্নতি ভালই হচ্ছে।কেউবা বলি মোটেই না। আবার অনেকেই আমরা নিজেদেরকে সভ্য জাতি বলে দাবি করি।সেই দাবিকে শিক্ষা থেকে শুরু সংস্কৃতিতে নিয়ে ঠেকাই। আমরা আবার মানবাধিকারের স্লোগানও দেই। তবে এতো কিছু করার... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১২৬ বার পঠিত     like!

ও মাঝি নেবে আমায়??

লিখেছেন খাইরুন নাহার বিনতে খলিল, ২১ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:৫৬

ও মাঝি নেবে আমায়
তোমার ছোট নায়।
তোমায় নিয়ে হারিয়ে যাব
সুখের ঠিকানায়।

ভালোবাসার প্রহর গুনে
এসেছি তোমার কাছে।
যেথায় নিয়ে যাবে তুমি
যাব তোমার সাথে।

তুমি প্রেমিক হবে আমার
আমি প্রেমিকা।
তুমি আমার কৃষ্ণ হবে
আমি রাধিকা।

জলকেলিতে মেতে উঠব
আমরা দুজনে।
ভালবেসে হারিয়ে যাব
প্রেমের ভূবনে। বাকিটুকু পড়ুন

১৮ টি মন্তব্য      ৫৮৮ বার পঠিত     like!

কবিতা:- জীবনের জয়গান

লিখেছেন খাইরুন নাহার বিনতে খলিল, ১৭ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:১১

পবিত্র সত্য বহুদিন এঁকেছি মনে মনে
পরাধীনতার গ্লানি মুছে ফেলতে হবে এ জীবনে
যেখানে সহস্র লোকের বিপ্লবী হাত
সংগ্রাম করে যাবে দিন রাত

যেখানে সুন্দর স্বপ্ন দেখে যাব
এক সুন্দর ভুবনের জয়গান রচে যাব

অথৈ সমুদ্রে ভেসে ভেসে
রচে যাব জীবন এক ভেলার আশেে।
আমাদের এই দীপ্ত ভাবনাকে ঘিরে
নবযুগ আসবেই এক প্রভাতের তরে।
বাকিটুকু পড়ুন

১৪ টি মন্তব্য      ২০৫ বার পঠিত     like!

কবিতাঃসুখের কুহেলিকা

লিখেছেন খাইরুন নাহার বিনতে খলিল, ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১০

খাইরুন নাহার বিনতে খলিল

হাজার মরুর আধাঁরে, বেদনার বালু চরে
চলেছি পথ আমি একা একা ।
পাইনিকো আজও আমি তার দেখা।

লাল নীল কত শত আলো
আমারে যে পথ ভুলালো।
যে পথের আমি করেছি সন্ধান
যার তরে মোর এ অন্বেষণ
সে যে কেবলই মিথ্যে মরীচিকা।
অধরা সুখের কুহেলিকা।





ঢাকা
৭ আশ্বিন ১৪২৩ বাকিটুকু পড়ুন

১৮ টি মন্তব্য      ১৪৫ বার পঠিত     like!

বিরহী প্রণয়

লিখেছেন খাইরুন নাহার বিনতে খলিল, ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:১২

সুখের পায়রা ওড়ে নাকো
আর এ অন্তরে
রক্তাক্ত ক্ষতাক্ত পাখি আজো
ডানা ঝাপটে মরে
এ অন্তর পিঞ্জরে

অদৃশ্যলোকে হারিয়েছে বুঝি
সেই আজন্ম অমর প্রণয়
হৃদয় থেকে মুছে দিয়ে সবি
দূরে ঠেলে দিয়েছ আমায়

নিশ্চিত মনে আমি জানি
কোন একদিন পাগল হয়ে
খুঁজে মরবে আমায়
যেদিন হারাবো আমি
কোটি ক্রোশ দূর অজানায়।


তোমার উষ্ণ অনুভূতি
কিংবা শীতল ভাবনায়
এখনও কি আছি আমি?
তবে এতটুকুন জেনে নাও
আজও তোমায় ভালবাসি্
আমার... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ১১৬ বার পঠিত     like!

কবিতাঃ মহা নায়ক

লিখেছেন খাইরুন নাহার বিনতে খলিল, ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২৪


তুমি এ দেশের শ্রেষ্ঠ রূপকার
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি
আমার চির অহংকার।

বঙ্গবন্ধু তুমিতো নও শুধু একটি নাম
তুমি একটি দেশ ও প্রতিষ্ঠান
তুমি সর্বদা চেয়েছো এ দেশের তরে কল্যাণ।

তোমায় খুঁজে পাই সকল রাগে অনুরাগে
তোমার নির্দশেনায় পথ চলতে ভালো লাগে।

তোমার নামে ছড়ায় যারা হাজার বিষবাণী
তারাই এখন চলছে পথ ফুলিয়ে বক্ষ খানি।

হয়তো দূর আকাশের তারার... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১৭০ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৬২২৫ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ