এমন একটা ভুবন পেতাম যদি
এমন একটা ভুবন পেতাম যদি....
যেথায় আঁধার কালো রাতে
থাকতো না কোনো ভয়;
অরুণ রাঙা প্রভাতে
ছিনিয়ে আনা যেতো শত কোটি জয়।
এমন একটা ভুবন পেতাম যদি....
যেথায় অর্থ বিত্তের চিন্তায়
কারো জীবন ফুরোয় না।
অল্পতে সবে তুষ্ট থাকে
বেশি চায় না।
এমন একটা ভুবন পেতাম যদি....
যেথায় একে অপরকে
বাসতে পারে ভালো;
অন্য জনের আঁধার ঘরে
ছড়াতে পারে আলো। বাকিটুকু পড়ুন