“মা, মাতৃভাষা, মাতৃভূমি” এ শব্দ তিনটি আমরা অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চারণ করি। পৃথিবীর ইতিহাসে মা, মাতৃভাষা, মাতৃভূমির অপমান সইতে না পেরে বহু জাতি যুগ যুগ ধরে তাদের বিদ্রোহীবাণী উচ্চারণ করে গেছেন। এর মধ্যে বাঙালি জাতির মাতৃভূমি ও মাতৃভাষার জন্য সংগ্রামের ইতিহাস বেশ মর্মস্পর্শী । কিন্তু দুঃখ জনক হলেও সত্যি আমরা মাতৃভূমির পবিত্রতা নষ্ট করে চলছি নিরন্তর এবং অহরহ আমাদের এই মহান মাতৃভাষাকে করছি কলুষিত । বিদেশী ভাষা ও সংস্কৃতি প্রভাব ছড়াচ্ছে আমাদের জীবনের পরতে পরতে।যা আমাদের জন্য হতাশাব্যঞ্জক ও লজ্জাজনক।
আমাদের টিভি নাটকের সংলাপসহ শিক্ষিত যুব সম্প্রদায় বাংলা ভাষাকে ইংলিশ ও হিন্দির মিশ্রণে জগাখিচুড়িতে পরিনত করেছে।এখন আধুনিক মায়েরাও হয়ে গেছে তথাকথিত আধুনিক তাই ঘুম পড়ানি মাসিপিসি ছড়ার পরিবর্তে তারা কোমলমতি শিশুদের ঘুম পাড়াচ্ছেন টুইংকেল টুইংকেল শুনিয়ে।পরিতাপের বিষয় এই যে এই লেখাটা লেখার সময়ও আমার বাসার পাশে হিন্দি গান বাজিয়ে বাংলা ভাষার জন্য শহীদদের স্মরণ করা হচ্ছে!!
এ বিষয়ে আশার কথাও বলা যায়।যেমন ভাষা শহীদদের স্মরণে অমর একুশে বই মেলা মাতৃভাষা চর্চার এক বড় আধার হয়ে উঠতে পারে।
তাই সবাইকে বিনয়ের সাথে বলছি আসুন রক্তের বিনিময়ে যে ভাষা একদিন প্রাণ ফিরে পেয়েছিল সেই ভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে মাতৃভাষার চর্চা করি।
মহান একুশে ফ্রেবুয়ারি অক্ষয় হোক অমর হোক। বাংলাদেশ হোক চিরজীবী।সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি।
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৬