আমরা নিজেদেরকে সভ্য জাতি বলে দাবি করি। এরকম দাবি করার অনেক যৌক্তিক কারন রয়েছে বটে। কিন্তু আমাদের এই ধারনাটা যে অসাড় তা নিয়মিতই প্রমান করে যাচ্ছে রাস্তার মোরে হাত পেতে দাড়িয়ে থাকা ছিন্নমূল পথ শিশুরা।
আমাদের ধারটা গভীর ভারটা মহীসোপানের মতো। ছিন্নমূল শিশুদের বেলায় দরদে আমাদের হৃদয়টা অসীম কিন্তু কাজ করার গরজে ভারেও ভবানি! গভীরভাবে আমরা কেউই ভেবে দেখছিনা যে অসভ্যতার অতল গহ্বরে হারিয়ে যাচ্ছে এক একটা পথ শিশুদের জীবন।পথ শিশুরা পাচ্ছে না সভ্যতার কোন ছোঁয়া বরং ক্ষুধা দারিদ্য দুর্যোগ সকল কিছু মিলিয়ে এই অধুনিক সভ্যতায় তারা অন্ধকারের পানে অনিশ্চিত ভবিষ্যৎ এর দিকে হেঁটে চলেছে। অপরিছন্ন জীবনের দিকে তাদেরকে ঠেলে দেয়া আমাদের কি মোটেও উচিৎ??নাকি ওদের দিকে একটু সুনজর আমাদের দেয়া প্রয়োজন?
আমাদের সকলের সাহায্যের হাতই পারে ওদের জীবনের আশার আলো ফোঁটাতে। ওদের জীবনের নূন্যতম মৌলিক চাহিদার নিশ্চয়তা কি আমাদের দেয়া উচিৎ নয়? আমারদের সমাজের যারা সংস্কারক, যাদেরকে এই দেশের উঁচু মাথা বলে আমরা গন্য করি তাদের সুনজরের ছিটে ফোঁটাও যদি ওদের প্রতি থাকতো, তাহলে ওরা হয়তো একটা সুন্দর জীবন পেত। কেন এই আধুনিক সভ্যতায় শিশুদের সাথে চলবে দুমুখো নীতি । মানবিক দৃষ্টিকোন থেকে শিশুতো শিশুই। তাহলে কেবল জন্মের উপর ভিত্তি করে একজনকে বলব ধনীর দুলাল আর অন্যজনকে বলব পথশিশু!
সর্বোপরি আমরা যারা শিক্ষিত শ্রেণির মানুষ রয়েছি , যাদের মধ্যে নূন্যতম বিবেক বোঁধ কাজ করে, আসুন আমরা সবাই মিলে ওদের জন্য একটা সভ্য জীবন ব্যবস্থার দ্বার উন্মোচন করি! আর পথশিশু নামক শব্দটাকে শব্দকোষ থেকেই জানিয়ে দেই বিদায়।
উপরের ছবিটা পিন্টারেস্ট ডট কম থেকে নেয়া।
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০৩