

এসে গেছি ম্যনিলাতে।ঘুরতে ঘুরতে চলে এলাম রবিন্সন নামক একটি শপিং মলে।


শপিং করে বের হয়েছি গন্তব্য মল অব এশিয়া।ফিলিপিনাদের কাছে কথিত আছে এই মল অব এশিয়া নাকি দক্ষিণ এশিয়ার বৃহত্তম শপিং মল ।ফিলিপাইনের রাস্তা

মল অব এশিয়া

একজন মনুষ্য রোবট রোবটিক কায়দা কানুন দেখিয়ে পয়সা রোজগার করছে।

এরপরে উঠলাম নাগরদোলায়

নাগরদোলা থেকে মল অব এশিয়া

মল অব এশিয়া থেকে বেরিয়ে দেখি বাইরে প্রচণ্ড ভিড় ভিরের কারণ জানতেই মনে হল ও আজ তো থার্টি ফাস্ট নাইট।সব লোক রাস্তায় নেমে হই হুল্লর করছে।

মাঝে মাঝে কিছু র্যলি ও যাচ্ছে

এগুলো দেখে ফিরে আসতে দেখি একটি বৌদ্ধ মন্দির।ভিতরে ছবি তোলা নিষেধ।তাই বাইরের ভিউ টায় দিলাম।



চলে আসব হঠাৎ দেখি দুই কপোত কপতী আমার দিকে এগিয়ে আসলো।মেয়েটির বয়স ১৫ আর ছেলের বয়স ১৭।এরা ডেটিং নামক একটি অতি উচ্চমারগীয় জিনিসের মধ্য দিয়ে যাচ্ছে ।আমি এদের কাছে ফরেনার কথা বলতে এসছে আমার সাথে।আমিও সুযোগ পেয়ে দুজনকেই আমার মোবাইলে বন্দি করে ফেললাম।




সবশেষে আমাদের কে যে ভদ্র মহিলা গাইড করেছিলেন তাঁর একটা ছবি দেই।মাইন্ড খাইয়েন না তাঁর অনুমতিতেই পোস্টাইলাম।

ছবি ব্লগ খারাপ লাগলে আমার কোন দোষ নাই।



সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০১২ বিকাল ৩:০৯