আমাদের দেশের অধিকাংশ মানুষ শান্তি চায়, তবে আলাদা আলাদাভাবে। কিন্তু একত্রিত হয়ে সেই লক্ষ্যে কাজ করতে কেউ রাজি নয়। ভদ্রলোকেরা স্বপ্ন দেখতেই ভয় পায়, দেশ বা সমাজের দুরবস্থাকে মেনেই নিয়েছেন এবং এই অবস্থা বদলানো সম্ভব না বলে বিশ্বাস করেন।
হ্যাঁ, আসলেই সম্ভব না। স্বপ্নই দেখতেই যদি ভয় পান, তবে তার বাস্তবায়ন তো অনেক দূরের ব্যাপার। রাজনীতির নাম শুনলে সাধারণ মানুষ এখনো যে গতিতে পিছু হাঁটেন, এমনটা অব্যাহত থাকলে আসলেই কোন পরিবর্তন আনা সম্ভব নয়। শুধু চাকরি বা ব্যবসা করে অর্থ উপার্জন করাই কি জীবন? দেশের প্রতিও আমাদের দায়িত্ব ও কর্তব্য আছে, প্রাইমারি ঠেকে বইতে পড়ে আসছি। অন্তত যাদের দেশের জন্য কাজ করার সুযোগ আছে তাদের এগিয়ে আসা উচিৎ। সবাইকে জাতীয় পর্যায়ের নেতা হতে হবে এমন নয়, সাধারণ একজন রাজনৈতিক কর্মীও দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন যদি তার আদর্শ ঠিক থাকে।
রাজনীতি এতো ঘৃণা করেন, অথচ দিনশেষে সেই রাজনীতি করা সরকারের কাছেই উন্নয়নের দাবী জানান। এও জানেন যে তাদের কাছে আমরা বড়ই অসহায়। সরকার আমাদের চাকরের মত ভাবতে চায়।
সাধারণ মানুষকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেয়া এবং তাদের মনে এই ব্যাপারে ঘৃণা তৈরি করা হয়েছে দুরভিসন্ধিমূলক ভাবে যাতে কিছু মানুষের হাতে ক্ষমতা কুক্ষিগত থাকে। আমাদের রাজনৈতিক বেহাল অবস্থার পেছনে জনগণের রাজনৈতিক অসচেতনতা একটা বিশাল কারন।
আসুন আমরা রাজনীতিকে জানার চেষ্টা করি এবং স্বতঃস্ফূর্তভাবে রাজনীতিতে অংশগ্রহণ করি। দেশ কারো একার না, আমাদের সবার।
" রাজনীতিতে অংশগ্রহণ করতে না চাওয়ার শাস্তি হলো তুমি শেষমেশ তোমার চেয়ে নিচু যারা তাদের দিয়ে শাসিত হবে "।
----- প্লেটো
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২৯