আবারো নিজের অগোছালো হাতের লেখা নিয়ে আপনাদের জন্য একটা লেখা নিয়ে এসেছি । লেখাটা আমাদের দেশের কিশোর বা তরুণ সমাজের একটা বিশেষ দিক নিয়ে লেখা ।
আমি নিজেই বর্তমান তরুণসমাজের অংশ । আমি মাঝে মাঝে তীব্র ঘৃণা আর অসহায়ত্বয়ে ভুগি এই তরুণসমাজ নিয়ে । এই ব্যাপার নিয়ে খুব চিন্তিত আমি । এই বয়সে ছেলেরা বন্ধুবান্ধবের সাথে আড্ডা দেবে, চা-কফি খাবে সেটাই স্বাভাবিক । কারন এই বয়সটা একটা সময়ে মানুষের সোনালি অতীত হিসেবে পরিগনিত হবে । কিন্তু তারা যা করছে তাকে সামাজিকতা হিসেবে আখ্যা দেয়া যায় না । তারা একত্রিত হয়ে গাঁজা খায়, দল ভারী করে, মারামারির প্ল্যান করে, মেয়েদের নিয়ে বাজে, অশ্লীল-অশ্রব্য কথা বলে, মেয়েদের ইভটিজিং করে। কোন বয়োজ্যেষ্ঠ লোক পাশে দিয়ে গেলেও তাতে তারা ভ্রূক্ষেপ মাত্র করে না । এদের কিছু বলাও যাবে না তাহলে হয়তো আপনাকে খুব বাজে পরিস্থিতির সম্মুখীন হতে হবে । কারন এরা বয়সে অনেক ছোট হলেও এরা প্রত্যেকেই বড় বড় রাজনৈতিক নেতা ।
এসব কি হচ্ছে? কার কাছে যাবেন অভিযোগ নিয়ে? কার কাছে বিচার দেবেন? কোন রাজনৈতিক নেতার কাছে? আগেই বলে রাখছি লাভ নেই। কারন তারা নিজেরাই এই ধরনের কাজে লিপ্ত । এতো কম বয়সী ছেলেরা এতো সাহস কোথায় পায় ? ভেবে দেখেছেন একবার? তথাকথিত এলাকার বড় ভাইয়েরা, রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় এসব বাচ্চা ছেলেরা আজ নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে । সাথে সাথে ধ্বংস করে দিয়ে যাচ্ছে আমাদের এই সমাজকে ।
কিছুদিন আগে ঢাকার উত্তরায় ঘটে যাওয়া এক কিশোর হত্যাকাণ্ডই দেখিয়ে দেয় যে সমাজের আজ কি অবস্থা । এতো কম বয়সের এই ছেলেরা গ্যাং করে, ধূমপান করে, ভ্যাপ করে, নামের সাথে smoke লেখে তাও আবার গর্বের সাথে । যাকে হত্যা করা হয়েছে সেটা নিঃসন্দেহে একটা অপরাধ কিন্তু ওই ছেলে যদি বেঁচে থাকতো তাহলে খুব সম্ভবত তৈরি হতো সমাজের আরেকটি কীট হিসেবে ।
জানি আমার লেখাগুলো খুব অগোছালো । আমি নিজের লেখায় নিজেই আশার আলো দেখতে পাই না । কি করা যায় সেজন্য আপনাদের পরামর্শ আবশ্যক । যারাই আমার লেখাটা পড়েছেন তাদের প্রতি কৃতজ্ঞ । ধন্যবাদ ।
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৫১