আত্মহত্যায় মারা যাওয়া মানুষগুলি কি সত্যিই অনেক ভেবেচিন্তে মরার সিদ্ধান্ত নেন।
নাহ, কখনো না, একটু ভাবলে বা চিন্তা করলে তারা কখনো আত্মহত্যা করতেন না বা করতে পারতেন না।
একটা সপ্নের মৃত্যুর পর কখনো একটা মানুষের শেষ হয়ে যাওয়া নয়, একটা সপ্নের মৃত্যুর পর আবার সপ্ন দেখলে সমস্যা কি, বেঁচে থাকার জন্য আমাদের চারিপাশে কতকিছু আছে, শুধু একটু ভাবলেই হল।
.
অনেকেই মনে করেন আত্মহত্যাকারী যখন মনে করেন যে তাদের জন্য মরে যাওয়াই উত্তম বা তাদের বেঁচে থাকার জন্য তার কাছে কিছুই অবিশিষ্ট নেই তখনি এ ভয়াবহ কাজ করেন।
কিন্তু না, যে মানুষটা আজ মারা যাবে বা গতকাল মারা গেল সে মানুষটা যদি জানতো যে সে মারা যাওয়ার পর কতগুলা মানুষ কাঁদবে তবেঁ হয়ত সে আত্মহত্যা থেকে বেঁচে যেতো।
.
সান ফ্রান্সিস্কোর গোল্ডেন ব্রিজের উপর থেকে লাফ দিয়ে আত্মহত্যা করা এক ব্যাক্তির বুক পকেটে একটি চিরকুট পাওয়া গিয়েছিল।
চিরকুটে লিখা ছিল যদি কেউ আমাকে দেখে / আমার চেহারা দেখে একবার হাসে তাহলে আমি আত্মহত্যা করবোনা।
এই যদি কথাটার মর্মাথে অনেকেই আফসোস করেছেন, কেউ কি ছিলনা লোকটাকে দেখে একটু হাসার?
যাইহোক লোকটা বেঁচে থাকলে হয়ত নিজে দুনিয়াকে হাসাতে পারতো বা বেঁচে থাকা কালে কাউকে না কাউকে হাসিয়েছে,
কিন্তু কি নির্মম নিয়তি, একটু হাসির অপেক্ষায় একটি লোকের আত্মহত্যা।
.
জোনকো নামের ১৭ বছর বয়সী জাপানী একটি মেয়েকে তিনজন লোক ৪৪ দিন আটকে রেখে নির্যাতন করেছিল।
যাকে বলা হয়ে থাকে ' the hell 44 day's '
আমার মনে হয়না গতকাল যে মেয়েটি মারা গেছে তার সাথে এর চেয়ে বেশী বা এমন কিছু হয়েছে।
কিন্তু সামান্য কিছু আত্মাভিমান নিয়ে মেয়েটা চলে গেল, কিন্তু কার কি হল?
এমন একটা ভয়াবহ কাজ করার মত কিছু তার সাথে হয়নি।
বেঁচে থাকার মত অনেক কিছুই রয়েছে সামনে।
বেঁচে থাকলেই বাঁচা,
আত্মহত্যার মধ্যে কি সব সমস্যার সমাধান?
.
আচ্ছা বেঁচে থাকার কথা না হয় নাই ভাবলে! কিন্তু আত্মহত্যার পর কি হবে তা কি ভেবেছো?
তোমার মা বাবা, বন্ধু বান্ধব, আত্মীয়স্বজন তারা তোমার কথা ভেবে কতটা কষ্ট পাবেন তা কি ভেবেছো?
আচ্ছা তা না হয় নাই ভাবলে, কিন্তু কবরের কথা কি ভেবেছো?
বেঁচে থাকতে কিছুটা দুঃখ, কষ্ট, ব্যাথা, সহ্য করতে না পারা তুমি কি পারবে জাহান্নামের শাস্তি সইতে?
সাপ,বিচ্ছু, জোক গুলা দেখতেই তুমি চিৎকার দিতে,মেরে ফেলতে।
কবরে কি তুমি এগুলা মারতে পারবে?
.
কি ভাবছো?
উঠে চলে আসবে, পারবে তো?
যে তুমি বেঁচে থাকার একটা কারণ খুঁজে বেড় করতে পারনি, সে তুমি কবর থেকে উঠে আসবে।
চিন্তা কর মাত্র সাড়ে তিন হাত নিচে!!
কি হবে আত্মহত্যার পরে? ভাবো, ভাবতে থাকো।
বেঁচে থাকার একটি কারণ খুঁজে বেড় কর।
বাঁচতেই হবে, আমি বেঁচে থেকে দেখিয়ে দিব পৃথীবিকে যে আমিও ছিলাম একজন এই প্রতিজ্ঞা কর, আর অবাক করে দাও তোমাকে লাঞ্ছনা দেয়া প্রত্যেকটি মানুষকে।
ভাবো, আরো ভাবো।
নয়ত মস্ত ভুল করে ফেলবে।
.
লিখা: Al-Amin Ahmed
(কাজী নজরুলের ছাত্র)