দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালিন সময়ে একটি সত্য ঘটনা অবলম্বনে মুভিটি তৈরি হয়। জার্মানিতে একদল যুদ্ধবন্দীকে নির্জন একটি জংলি এলাকায় বন্দীশিবিরে বন্দী করে রাখে। প্রায় দুর্ভেদ্য ক্যাম্পটি থেকে পালানোর মহাপরিকল্পনা নিয়েই মুভিটির গল্প এগিয়ে যায়। একসাথে কয়েকশত বন্দীকে নিয়ে পালানোর কাজ শুরু করে তাঁরা। সংখ্যাটি নেহায়েত কম নয়, পাক্কা ২৫০ জন!!! নিকটস্থ বাগান পর্যন্ত একে একে খোঁড়া হয় তিনটি বিশাল সুড়ঙ্গ। একটি ধরা পড়লে যাতে অন্যটি দিয়ে পালাতে পারে। পালানোর পরিকল্পনায় সফলও হয় তাঁরা, কিন্তু বিপদ তো পিছু ছাড়ে না। শত বাঁধা বিপত্তি কাটিয়ে এগিয়ে যায় তাঁরা।
এটি কেবল একটি মুভি নয় বরং মানুষের জীবন দর্শন ও জীবন চেতনাও বটে। মানুষ সবসময়ই মুক্তিকামি, অন্ধকারে বন্দী থাকতে কেউই চায় না। অন্ধকারকে দূরে ঠেলে জীবন বাজি রেখে মুক্তির স্বাদ পাওয়ার অপার আপ্রাণ প্রচেষ্টা দেখতে পাবেন মুভিতে। অপার সৌন্দর্যের প্রকৃতির মাঝে নিজেকে খুঁজে পাবেন প্রত্যেকটি চরিত্রের মাঝে।
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত মুভিটি ৮.৩ রেটিং নিয়ে আই.এম.ডি.বি সেরা-২৫০ তালিকার ১২২ (পরিবর্তনশীল) নাম্বারে অবস্থান করছে। পল ব্রিকহিলের বিখ্যাত উপন্যাস অবলম্বনে চিত্রনাট্য তৈরি করেন জেমস ক্যাভেল, আর পরিচালনা করেন জন স্টার্জেস। প্রধান চরিত্রগুলোতে ছিলেন স্টিভ ম্যাককুইন, জেমস গার্নার, চার্লস ব্রনসনের মতো অভিনেতা।
বাংলা সাবটাইটেল সহ মুভিটি দেখুন। মুভিটি PLAYNOW ভার্সন নামালে সাবটাইটেলের সাথে সিঙ্ক হবে। মুভিতে ইংরেজির পাশাপাশি কোথাও কোথাও রাশিয়ান, জার্মান ও ফ্রেঞ্চ ভাষার সংলাপ রয়েছে, সেগুলোসহ অনুবাদ করা হয়েছে।
=> সাবসিন ডট কম থেকে বাংলা সাবটাইটেল নামিয়ে নিন।
বাংলা সাবটাইটেল ও মুভির স্ক্রিনশটঃ
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০১৬ সকাল ১০:৫৩