যায় দিন ভালো আসে দিন খারাপ। জানিনা খনার বচন কিনা। শোনা কথা, তা হতে পারে। টিভি খুললেই দেখা যায়-
তিউনিসা, ঈজিপ্ট বেশ ফুসছে। সাধারন পাবলিক খেপেছে। নিদিস্ট কারন টা যে কি - টিভি দেখে কিংবা পত্রিকা পড়ে বোঝা যাচ্ছে না। তবে এটা বলা যায়, পলিটিকালী মটিভেটেড কিংবা বিরোধী পলিটিকাল পাটির মুভমেন্ট ওগুলো নয়।
পাবলিক অসন্তোস। যেমন, আমাদের এরশাদ বিরোধী আন্দোলনের মত। কিনবা বহু আগে পড়া জার (ফেব্রুয়ারি) রেভুলেশন কিংবা ফ্রেন্স রেভুলেশন-এর মত পাবলিক মাস আপরাইজিং। সোসাল সাইন্সটিস গন ভালো বলতে পারবেন।
ব্যাপারটা নিয়ে আমি খুব চিন্তিত তা নয়। কিন্তু একটা ব্যাপার শেয়ার না করে পারছি না। সেটা হলো, "সাধারন মানুসের বধোদয়"
ব্যাপারটা লক্ষ্য করুন - সাধারন মানুস বিশেষ করে ছাত্র ও জনতা এটা করেছে। ভাববার বিষয়........................
একটা দেশের সাধারন মানুসের হঠাৎ জনরোস বতমান সরকারের উপর, সরকারের পলিসির উপর কিনবা সরকারের ব্যবহারের উপর, আচার আচরনের উপর। সাধারন পাবলিকগন কি পলিটিকালী কনসাস হয়ে উঠছে?
সাধারনত কিছু মানুস রাজনীতি নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু তিউনিসা, ঈজিপ্ট-এ সাধারন পাবলিকের জনরোস পাওয়ারে থাকা সরকারের বিরূদ্ধে।
আমার মনে হয়, যে সরকারই পাওয়ারে থাকে না কেন, একটা ব্যাপার লক্ষ্য রাখা উচিত, তা হলো পাবলিক সেন্টিমেন্ট। কোনো কারনে সাধারন পাবলিকের মনে কোনো ক্ষত (গ্রেভিনসেন্স) সৃস্টি হচ্ছে কিনা। কারন ক্ষত পচে ক্যান্সার হয়।
প্রত্যেক দেশের সরকারের এই দিকে আবশ্যই নজর দেয়া উচিত। পলিটিকাল বুলি আউড়ে তখন কাজ হয় না - যখন ক্ষত ক্যান্সারে রুপ নেয়। এই হয়েছে বোধহয় তিউনিসা, ঈজিপ্ট -এ।