মাঝে মাঝে ভাবি, দেশটা এগোচ্ছে না পিছি্য়ে যাচ্ছে। নতুন সরকার এলো অনেক আশা ভরশা জাগিয়ে। পুরাতন সমস্যা গুলোর কোনো সুরাহা হলো না। অনেক কথা হলো কিন্তু কাজের কিছু হলো না। আমাদের এ বিষয়ে কোনো মাথা ব্যাথাও নেই। সেই ভাবেই সব এগিয়ে চলছে যে ভাবে আগে চলতো।
কত আলোচনা সমালোচনা হলো। পরিকল্পনার ছড়াছড়ি। মনে হচ্ছিলো দেশটা এবার এগোবে। বিদ্যুত-এ ভরে যাবে। নতুন নতুন রাস্তা হবে, কোনো যানজট থাকবে না। চাকরীর বাজারের প্রসার হবে। পড়াশোনা গতি পাবে। গামেন্টস সমস্যা সমাধান হবে। পোট্ চলবে নিরবিচ্ছিন। বিশুদ্দ পানি পাবে সবাই। আইন শৃংখলার উন্নতি হবে। আরও কত কি।
অনলাইনে যাবো বলে যখন বিদ্যুতের অপেক্ষায় থাকি কিংবা রাস্তায় জ্যামে বসে যখন সময় মত পৌছানোর অপেক্ষায় থাকি, তখন ভাবনা গুলো চেপে ধরে। কবে হবে!
এমন হয়না, সরকারের সব শিক্ষিত সচিব, মন্ত্রিগন এবং হোমরা চোমরা ব্যবসায়ি আর সব টিভির কথা বলনেআরা গন সহ সকলে মিলে শপথ নিলো যে আগামি ..... মাস কোনো কথা নয় শুধু কাজ আর কাজ। সম্ভব সকল সমস্যার সমাধান আমরা করবই। নো লেকচার আর বড় বড় অনুস্টানে গলাবাজি।
একে অন্যকে দোষারোপ করে কোনো লাভ হয়না আমাদের। খমাখা কাদা ছোড়াছুড়ি করে জামা নস্ট করা। আমাদের দেশের সব চেয়ে কাজের লোকগুলো কোনো কথা বলে না, শুধু কস্টই করে যায়। ভাবুন কৃষকরা যদি শপথ নেয় তারা এখন থেকে কথা বলবে, কাজ করবে না- এই আমাদের মত। তাহলে কি হবে- সুনামির চেয়েও ভয়াবহ দূযোগ!
যদি কৃষক নামক ব্যাক্তিরা যদি কোনো লাভ ক্ষতির হিসাব কষে কাজ করতো (এই আমাদের শেয়ার বাজারের মত) তবে কি হবে?
পেটে খাবার না থাকলে কি হবে আমাদের এবং এই কোটি কোটি লোকগুলোর একবার ভেবে দেখুন।