ভুলে যেতে যেতে আমাকে তোমার মনে পড়বে
অপ্রেমে কাটানো পাঁচটি ফুল না ফোটা বসন্তদিনের পর
আমার জন্য তোমার বুকে প্রেম উথলে উঠবে।
থমকে যাবে তুমি,তোমার চোখের কোনে জল চিকচিক করবে
স্কুল পড়াতে ভালো লাগবে না তোমার।
প্রিয় ছাত্রের হাসিমুখ দেখতে ইচ্ছে করবে না
পাশের বাড়ীতে যেতে ভালো লাগবে না
কিছুই ভালো লাগবেনা তোমার!
বিষন্ন বিকেলের খুনসুটি গল্প সবকিছু ছেড়ে
হঠাৎ তুমি ঘরে দরজা দিয়ে কেঁদে নিবে একটা প্রহর
তোমার সহকর্মী,স্বজন,সন্তান কেউ কিছু জানবে না
এমনকি জানবে না তোমার শহর।
আমার কথা মনে পড়ে তোমার নির্ঘূম রাত কেটে যাবে
তখন হয়তো গ্রাম ঘুমাবে,শহর ঘুমাবে
এমনকি রাত ঘুমাবে কিন্তু তুমি ঘুমাবে না।
তোমার মনে পড়বে
আমাদের প্রথম অভিসারে দমবদ্ধ সময়ের কথা
প্রথম কবে কোথায় দেখা হয়েছিল
মনে পড়বে
কি রঙের জামা পরেছিলে সেদিন
কেমন ছিল সেদিনের রবিবার
ঝলমলে রৌদ্রজ্জ্বল নাকি এমনি একটা মেঘলা দুপূর।
অনেকগুলো দিন,মাস,বছর পেরিয়ে যাবে
তবুও তোমার মনে পড়বে
রাস্তার মোড়ে,পেট্রোল পাম্পে,বইয়ের দোকানে
রেস্তোরাঁয় অথবা তোমার স্কুলমাঠে।
মনে পড়বে
রানীশংকৈলের বসন্তদিনের স্মৃতি
ভাওয়ালগড়ের লালমাটিতে বনজোস্ন্যাৎয় অভিমানী রাতের নিস্তব্ধতা।
সিঁদুরমতি দীঘির টলটলে জলে ভালোবাসার প্রথম লুকোচুরি
চৈত্রের শেষদিনে আমার পাঞ্জাবীতে লেগে যাওয়া
তোমার লাল দাগ।
রাতদূপুরে ঘরেফেরা আমার অপেক্ষায়
তোমার ঘুমজড়ানো ঢুলুঢুলু চোখের নিবে যাওয়া ঘুম।
টেকনাফ বীচে কাটানো একটা সন্ধ্যা
নয়টি ফুলফোটা বসন্তের স্মৃতি তোমাকে কুড়ে কুড়ে খাবে
স্মৃতির নীল যন্ত্রনায় পাগল হয়ে যাবে তুমি।
দিন পেরোবে,মাস পেরোবে এমনকি কয়েক হাজার বছর
পেরিয়ে যাবে তবুও আমাকে ভুলতে পারবে না তুমি।
যখনি একা থাকবে
আমার নাম শুনবে
আমার লেখা কবিতা পড়বে
আমার দেওয়া উপহারে
আমাকে তোমার মনে পড়বে।
যদি কোনদিন আমাকে ভুলে যেতে চাও তুমি
সেদিনও তোমার একলা দুপূরে স্মৃতির দুয়ারে কড়া নাড়বো আমি।
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০১৭ রাত ৮:৫৪