আমার প্রেমিক হবার কথা ছিল!
কথা ছিল সহস্র প্রেমিকার পরান গাঙে পালতুলে
আমি হবো ফেরারি প্রেমিক,
তুমুল প্রেমেজর্জর,হুলস্থুল প্রেমিক!
মায়াবীনি নারীর জন্য আমিও হেটেছিলাম যোজন যোজনদূর।
জন্মের পর জ্যোতিষী বলেছিল
"রবিতে রাজযোগ,সোম সপ্তমীতে,মঙ্গলে মালব্য,
বুধ পঞ্চমীতে,বৃহস্পতি তুঙ্গে,শনিদেব রাহুর গ্রাসে"
এ ছেলে নির্ঘাৎ প্রেমিক হবে!
তাই শুনে পিতামহী বলেছিলেন
"অমন কথার নিকুচি করি!ধনেপুত্রে গৃহে লক্ষীর বসতি হোক,
এই কামনাই করি"।
পিতামহ বলেছিলেন
"পুরুষ মাত্র প্রেমিক হবে এ আর নুতন কথা কি!"
প্রেমিক নয়,প্রকৃতির বিপরীতে পুরুষ হবার অপরাধে
বুকে টেনে নিয়েছিলাম নক্ষত্রের শতভাগ নিঃসঙ্গতা!
নিষিদ্ধ গন্ধমের আর্কষণে নরকের নীল যন্ত্রনায় কেটেছে বহুকাল,
অবিরাম ব্যর্থতায়,মুখথুবড়ে পড়ে আছে আমার পরম পৌরষ!
অথচ আমার প্রেমিক হবার কথা ছিল।
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১৭ রাত ১২:৪২