কেমন করে ভুলে যাবো
আমি তোমাকে।
আমার বুকে যদি বয় উল্টো যমুনা
উজান টানে ভাটি অজানা।
কেমন করে ভুলে যাবো
অামি তোমাকে।
আমার চোখে বর্ষা যদি
বৈশাখে ও না শুকায়,
বুকের জমিনে ধরেছে আজব ঘুণ পোকায়।
কেমন করে ভুলে যাবো
আমি তোমায়।
আমার কৈশোর যদি যৌবনেও না ফুরায়,
ঘুম পাড়ানী গল্প আমায় এখন ও শুনতে হয়!
কেমন করে ভুলে যাবো
আমি তোমায়।
বসন্ত বাতাস যদি উল্টো দিকে বয়,
হাজার বছর পরে ও এই বুকে রক্তক্ষরণ হয়।
কেমন করে ভুলে যাবো
আমি তোমাকে।
গভীর নিশীথে চোখের পাতায় যদি ঘুম কথা না কয়,
অবাক চোখের নিরব বর্ষনে বালিশ ভিজে রয়।
তোমার কথা ভেবে যদি
এখনও ভুলে যাই সব গান।
ভবিষ্যৎ ভুলে,
বর্তমানে অতীতে করি অবগাহন।
তবে কেমন করে
ভুলে যাবো আমি তোমাকে?
(রিপোস্ট)
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১৬ দুপুর ১:২৪