রাতগুলো সব খাচ্ছি গিলে, কালি কাগজ নষ্ট করে,
দিনগুলো সব এমন করেই, বাধছে আমায় কাজের ভীড়ে
হাটতে গেলেই বাধছে দেয়াল কী করা যায়.....
অবুঝ সবুজ মনটা ছিল, হঠাৎ কখন হল ফিকে
ঘুড়িগুলো লাটাই ছিড়ে যাচ্ছে উড়ে নীল সীমানায়
হাটতে গেলেই বাধছে দেয়াল কী করা যায়.....
স্বপ্নগুলো গড়তে গেলেই ভাঙছে যেন কেমন করে
হাজার রঙের আলোগুলো যাচ্ছে নীভে ধীরে ধীরে
হাটতে গেলেই বাধছে দেয়াল কী করা যায়.....
বল কী করা যায়.....
আজ কী করা যায়.....
১. ০২ রা এপ্রিল, ২০১২ রাত ১১:০২ ০
দারুণ লাগলো!
খুব, খুব মজার একটা ছন্দ। ভালো লাগে এ রকম!
অভিনন্দন, কালান্তর!