আমি ফিজিক্সের লোক না.......আশা করছি পাঠকের কাছ থেকে ভালো আলোচনা আসবে.......উদাসী স্বপ্ন ভাই এর কমেন্ট আশা করছি...।
China's answer to Einstein
গত সপ্তাহে চীন যে সাইন্টেফিক রেজাল্ট প্রকাশ করেছে, তা আইন্সটাইনের ১৯৩৫ সনের বিখ্যাত EPR (Einstein–Podolsky–Rosen paradox) পেপার এর মূল ফাইন্ডিং কে খুব বড় ভাবে 'খন্ডন' করেছে....যদিও এটাই প্রথম না কিন্তু এই রেজাল্ট আইন্সটাইনের বিখ্যাত রেলিটিভিটি ত্বত্ত আর কোয়ান্টাম মেকানিস্কের (বোর আর হাইজেনবার্গ এর) মাঝে যে 'দ্বন্ধ' চলে আসছিল, কোয়ান্টাম মেকানিস্ক ই যে কারেক্ট সেটা প্রমান করছে। এটা যে কত বড় ব্যাপার সেটা সারা বিশ্বের ফিজিক্স বিজ্ঞানীদের মাঝে হইচই দেখেই বুঝা যায়। .....মিডিয়াও এই সাইন্টিফিক ফিটের কথা ফলাও ভাবে প্রকাশ করছে। কিন্তু এটা চীন কিভাবে করল!!!!! কেন আমেরিকা না.... কেন ইউরোপ না.......আস্তে আস্তে পুরো পৃথিবীর বিজ্ঞান/টেকনোলজি কি চীন ই লিড দিবে???
এই রেজাল্ট কোয়ান্টাম ইন্টারনেট কে অনেক কাছে নিয়ে এসেছে যার গতি হবে আলোর গতির চেয়েও বেশী যেটা আইন্সটাইনের তত্ত্বের মতে সম্ভব না (nothing can travel faster than light)। এখনও মংগল গ্রহ থেকে কোন ছবি/ইনফরমেশন আসতে যেতে ৮-১০ মিনিট লাগে কিন্তু এই রেজাল্ট বলছে যে থিয়োরিটিক্যালি ইনফরমেশন আদান প্রদান হবে ইনস্টেনসিয়াসলি (instantaneously).... আর কেউ হ্যাক করতে পারবে না কোন সিক্রেট কমিনিকিউশন কে..কেননা ফোটন entanglement এর কোড দিয়ে সিক্রেট কমিনিউকেশন হবে। এই কোড কেউ সিক্রেটলি হ্যাক করেছে কিনা তা বুঝা যাবে সাথে সাথে.......কিভাবে?
কোয়ান্টাম মেকানিস্ক এর বিখ্যাত তত্ত্ব- কোয়ান্টাম entanglement ইজ bizarre. আলোক কনিকার entanglement এর উদাহরন দেওয়া যাক... এই মতে আলোক কনিকা (ফোটন) কে বিশেষ ক্রিস্টাল এর মাঝে দিয়ে প্রবাহিত করে split করে entangled pair of photon তৈরী করা যায় .....এই দুইটা ফোটনের বৈশিস্ট হল যে একটা যদি ডান দিকে ঘুরে আরেক টা অবশ্যই বাম দিকে ঘুরবে...এখন এই photon pair এর একটা যদি বেইজিং এ ডিটেক্ট করা হয় আর আরেক টা ১২০০ মাইল দুরে আরেকটা ডিটেক্টরে ধরা হয়। তাহলে শুধু বেইজিং এর ফোটন টার ঘুরা টা (বাম অথবা ডান দিকে) দেখেই instantly আপনি বলতে পারবেন ১২০০ মাইল দুরের ফোটন টা কোন দিকে ঘুরছে। ১২০০ মাইল দুরের ইনফরমেশন আপনি সেখানে না গিয়েই না দেখেই বলতে পারছেন। The information has moved instantly (faster than light- Einstein's Theory of Relativity breaks)। আর চাইনিজ রা স্যটেলাইট থেকে ফোটন পেয়ার কে ১২০০ মাইল সেপারেটেড ডিটেক্টরে ডিটেক্ট করতে পেরেছে যেটা এখন পর্যন্ত্য শুধু অপটিক্যাল ফাইবার দিয়ে ৬০-৭০ কিমি পর্যন্ত্য করা গিয়েছিল।
সোজা করে বললে ..হাতের গ্লাভস দুইটার এর একটা আপনি প্যারিসে রাখলেন আর আরেক টা ঢাকায়। প্যারিসের টা যদি বাম হাতের গ্লাভস হয় আপনি instantly বলতে পারছেন যে ঢাকার গ্লাভস টা ডান হাতের। ইনফরমেশন ট্রান্সমিট হল আলোর গতির চেয়েই বেশী!!!!!!!!!! এটা অনেক সিম্পল উদাহরন...এর বিরূদ্ধে ও অনেক খন্ডন করা হয়েছে কিন্তু entanglement বুঝার জন্য এর থেকে সহজ কোন উপায় নাই..এর সব শুরু বিখ্যাত বিজ্ঞানী স্রোডিংগার এর ক্যাট থট এক্সপেরিমেন্ট এর দ্বারা..ইউ টিউবে অনেক ভিডিও আছে স্রোডিংগার এর ক্যাট থট এক্সপেরিমেন্ট এর উপর।
Quantum Entanglement on YouTube
LA Times News on Chinese Achievement
Sorry that I could not explain it better way as Quantum mechanics is still a 'difficult' subject even for physics people.
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১৭ ভোর ৫:৩১