তুমি কি বিরক্ত?
আমার চেহারাটাই এমন যে সবসময় মনে হয় এ জগৎ সংসারের উপর আমি মহা বিরক্ত হয়ে আছি। তাই বোধ হয় বউ আমায় প্রায়ই জিজ্ঞেস করে, তুমি কি বিরক্ত?
ও জানে না, আমি কেবল ওর এই প্রশ্নটাতেই বিরক্ত হই।
উচ্চতা
নীলা বিগত বিশ বছর ধরে গর্ব বোধ করেছে এ ভেবে যে, অন্য অনেক ছেলেদের থেকে তার উচ্চতা অনেক বেশি। কিন্তু হঠাৎ একদিন কী হয়ে গেল, বিশ মিনিটের মধ্যেই নীলা মোতালেবের প্রেমে পড়ে গেল যে কি না তার ৫ ফিট উচ্চতা নিয়ে সারাক্ষণ চিন্তার মধ্যে থাকত!
নজরুল ইসলাম
নজরুল ইসলামকে ভালবেসেই রিমা বাংলা ডিপার্টমেন্টে ভর্তি হয়েছিল। কিন্তু পরে জানা গেল, আমাদের বন্ধু নজরুল বাংলা ছেড়ে ইংরেজীতে চলে গেছে!