”এ সমাজে যারা খাটে তারা কিছু অর্জন করে না। আরযারা সবকিছু পাই তাদের খাটতে হয় না” - কথাগুলো আলকাছ চেয়্যারম্যান এর বেলায় একে বারেই সত্যি নয়। আলকাছ চেয়্যারম্যান এর পিতৃ প্রদত্ত নাম ছিল আক্কাস। সে খান থেকে কবে কখন আলকাছ হয়ে গেল তা কেউ জানে না। আজ প্রায় ১২ বছর হল হরিণপাতা ইউনিয়নের চেয়্যারম্যান আলকাছ চেয়্যারম্যান। এ ইউনিয়নের এক রকম রাজা তিনি। না চাইতেই সব পান। কিন্তু এই ৫৮ বছর বয়সে এসেও তার পরিশ্রমের শেষ নেই। অত্যাচারী এবং অত্যাচারীত শ্রেণী সর্বদাই পরস্পরের প্রতিপক্ষ হয়ে থেকেছে। অবিরাম লড়াই চালিয়েছে ক্খনও প্রকাশ্যে কখনো বা আড়ালে। আমাদের আলকাছ চেয়্যারম্যান এক সময় অত্যাচারীত দের দলেই ছিল। তবে সে মুক্তিযুদ্ধের আগের কথা। মুক্তিযুদ্ধের সময় বেশ কিছু ঘটনা চক্রে তার হাতে প্রচুর সম্পত্তি এসে পড়ে। বুদ্ধিমান লোক সুযোগ হাত ছাড়া করে না। আলকাছ সাহেব ও হঠ্যাৎ করে নিজের সত্তাকে বিকিয়ে দিয়ে ধনীদের কাতারে নাম লিখিয়ে ফেলেন। তার পর সেই ধন আগলে রাখা আর তা বাড়ানোর কলা কৌশল এক সময়ের ভূমিহীন কে আজকের আলকাছ চেয়্যারম্যান এ পরিণত করেছে। আলকাছ সাহেবের সাত ছেলে চার মেয়ে। সকলেই আজ বেশ প্রতিষ্ঠিত। সমাজে নিজ নিজ অবস্থান শক্ত করেছে। আজকের সমাজ পরিবার প্রথা থেকে তার ভাবালু ঘোমটা টাকে ছিড়ে ফেলে পারিবারিক সম্বন্ধকে নিছক আর্থিক সর্ম্পকে পরিণত করেছে। আলকাছ সাহেবের বেলায়ও তাই। তার সন্তানেরা কেউ তার কাছে থাকে না। তার চার বউ এর তিন জন ইতিমধ্যে গত হয়েছেন। ছোট বউকে নিয়ে তার বর্তমান সংসার। আর কাছের মানুষ বলে তার এক ছোট ফুফাতো ভাই। যে ছায়ার মত আগলে রাখে তাকে। চেয়্যারম্যান সাহেবের সকল সুকীর্তি-কুকীর্তির স্াথী। ইউনিয়নে তার ও তার ছেলেদের দাপটও কম নয়। কোন শ্রেণীর উপর অত্যাচার বজায় রাখতে হলে তার জন্য এমন একটা অবস্থা নিশ্চিত করতে হয় যাতে তার দাসোচিত অসিত্মত্ব টুকু অন্তত চালিয়ে যেতে পারে। হরিণপাতা ইউনিয়নে সে রকম একটা অবস্থা সৃষ্টি করে রেখেছে আলকাছ চেয়্যারম্যান। ইউনিয়নের অর্ধেকের বেশী জমি তার। উনি নিজেও জানেন না ওনার কত জমি। কিন্তু ভিতরের খবর হল তার সবচেয়ে কাছের লোক ফুফাতো ভাই মিজান মিঞা প্রায় সব জমিই নিজের নামে করে ফেলেছে। তবে খুব সাবধানে আর কৌশলে। আলকাছ চেয়্যারম্যান বেচেঁ থাকলে তার পক্ষ এ সমপত্তি কোন দিন ভোগ করার সুযোগ নেই। আজ তার আশা পূরণ হতে চলেছে। আলকাছ চেয়্যারম্যান মৃতূ শয্যায়। ১১ ছেলে-মেয়ের কেউ পাশে নেই। মিজান মিঞার দেরী সহ্য হচ্ছে না। আলকাছ চেয়্যারম্যানের যেন কই মাছের জান। এই যায় যায় তো আবার ফিরে আসে। ধর্য্যর বাধঁ ভেঙ্গে মানুষ অমানুষ হয়ে যায়। মিজান মিঞা ভেবে চিনেত্ম ঠিক করেছে আজ রাতে সে আলকাছ চেয়্যারম্যান কে মেরে ফেলবে। কি ভাবে মারবে তাও ঠিক করা। তার কাছে মানুষ মারা নতুন কিছু না। আলকাছ চেয়্যারম্যান এর কথায় কম মেয়েকে এ ইউনিয়নে সে বিধবা করেনি। তবে কোথায় যেন একটা সাহসের অভাব। মনের কোন অংশ যেন সায় দিচ্ছে না। একদিন এই আলকাছ চেয়্যারম্যান তাকে প্রায় শূণ্য থেকে তুলে এনে আশ্রয় দিয়েছিল। প্রতিটি মানুষের ভিতর দুটো সত্তা থাকে। একটি মানুষ সত্তা আর একটি অমানুষ সত্তা। শেষ পরযন্ত অমানুষ সত্তার ই জয় হল। এই ঘরে এখন কেউ নেই। বিছানায় আলকাছ চেয়্যারম্যান ঘুমিয়ে আছে। পাশে বসে আছে মিজান মিঞা। স্বিধান্তহীনতায় ভুগছে। হাতের কাছেই বালিশ। মুখে চেপে ধরলেই সব সমস্যা মিটে যায়। মিজান মিঞা বালিশ হাতে নিল। এই প্রথম তার হাত কাপঁছে মানুষ মারতে গিয়ে। অজানা আশঙ্কায়। অমানুষ সত্তাটা যদিও জেগে উঠেছে। ঠিক এ সময় হঠ্যাৎ বিদ্যূৎ চলে গেল। সমস্ত ঘর অন্ধকার। মানুষের মানুষ হওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান এই অন্ধকারের। অন্ধকারকে জয় করতে গিয়েই আজকের মানব সভত্যা। আবার এই অন্ধাকারের মানুষ হয়ে যাই অমানুষ ... ... . . . . . . . . . ।

আলোচিত ব্লগ
ড. ইউনুস: এক নতুন স্টেটসম্যানের উত্থান
ড. মুহাম্মদ ইউনুস ধীরে ধীরে রাজনীতির এক নতুন স্তরে পদার্পণ করছেন—একজন স্টেটসম্যান হিসেবে। তার রাজনৈতিক যাত্রা হয়তো এখনও পূর্ণতা পায়নি, তবে গতিপথ অত্যন্ত সুস্পষ্ট। তার প্রতিটি পদক্ষেপ মেপে মেপে নেয়া,... ...বাকিটুকু পড়ুন
কেয়া তুমি
যুদ্ধাহত আমি,
নিয়তি আমায় ফেলে দিয়েছে, পরাজয়ের হাতে,
রক্তে রাঙা পথের শেষে,
শুধু শূন্যতা আর ক্লান্তির গ্লানি।
আমার তলোয়ার আজ মরিচা ধরা,
স্বপ্নগুলো রকাক্ত।
যে চোখ একদিন জ্বলেছিল আগুনে,
সেখানে আজ শুধু অন্ধকার।
হৃদয়ের প্রতিটি কোণে যুদ্ধের ক্ষত,
নিঃশব্দ... ...বাকিটুকু পড়ুন
উন্নয়নের মহাসড়ক দিয়ে পালিয়ে গেল আওয়ামী লীগ?
আওয়ামী লীগের তৈরী করা উন্নয়নের মহাসড়ক অনেক চওড়া হয়েছে। সেই মহাসড়কে বাংলাদেশ উঠার পরেও আওয়ামী লীগ পালানোর রাস্তা পেল।অবশ্য তাদের কতিপয় বেকুব ধরা খেয়ে এখন জেলে আছে।... ...বাকিটুকু পড়ুন
সবাইকে পবিত্র ঈদুল ফিতর ২০২৫ এর শুভেচ্ছা
সবাইকে পবিত্র ঈদুল ফিতর ২০২৫ এর শুভেচ্ছা
প্রিয় সহব্লগারবৃন্দ,
দেখতে দেখতে পবিত্র ঈদুল ফিতর ২০২৫ আমাদের দোরগোড়ায়। আনন্দ-বেদনা, উৎসব-চিন্তার মিশেলে এই ঈদ এসেছে আমাদের মাঝে। সবাইকে জানাই আন্তরিক... ...বাকিটুকু পড়ুন
প্রধান উপদেষ্টার চীন সফর কেমন হলো ?
প্রধান উপদেষ্টা ড. ইউনূস এখনো চীন সফরে রয়েছেন। চীন সফর কে কেন্দ্র করে বাংলাদেশে এক শ্রেনীর মানুষের মধ্যে ব্যাপক হাইপ দেখা যাচ্ছে। বাংলাদেশের ইতিহাসে এমন সাসেক্সফুল সফর আর কোনো দলের... ...বাকিটুকু পড়ুন