১৯৬২ সালের অক্টোবর মাস নিঃসন্দেহে আধুনিক পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বিপদজনক মাস। কিউবান মিসাইল ক্রাইসিস-এর কারণে ঠান্ডা যুদ্ধ তখন তুঙ্গে। উদ্বেগ ও উৎকন্ঠা সারা পৃথিবীতেই, যে কোন সময় শুরু হয়ে যেতে পারে পারমাণবিক যুদ্ধ। পুরো পৃথিবীর সভ্যতা ভবিষ্যত তখন নির্ভর করছে কয়েকটি মানুষের সিদ্ধান্তের উপর। ঠিক সেই টালমাটাল সময়ে হো্য়াইট হাউজের ভেতরে আসলেই কি হয়েছিলো সেই নিয়ে তথ্যসমৃদ্ধ ব্যতিক্রমী একটি মুভি।
বুড়ো জেনরেল ও নিরাপত্তা উপদেষ্টাদের তোপের মুখে কেনেডি কোনঠাসা। যুদ্ধপ্রিয় বর্তমান জেনারেল, অবসরপ্রাপ্ত জেনরেল ও নিরাপত্তা উপদেষ্টারা বার বার যুদ্ধের তাগাদা দিচ্ছিলো কেনেডিকে। এই দুঃসময়ে কেনেডি মিত্র হিসেবে পান তার আপন ভাই রবার্ট কেনেডি, তার ব্যক্তিগত উপদেষ্টা কেন ও'ডনেল। যখন কোনভাবেই কেনেডি কূটনৈতিক সমঝোতায় পিছাতে পারছিলো না, তখন মিঃ কেন একটি পার্টতে দেখা করেন ধূর্ত কূটনৈতিক আদলাই-এর সাথে। আদলাই কূটনৈতিক সমাধানের সুন্দর একটি পথ বাতলে দেন। জন কেনেডি, রবার্ট কেনেডি ও কেন কি পারলো পুরোপুরি বিপরীত স্রোতে দাড়িয়ে ঠান্ডা মাথায় কূটনৈতিক কৌশলে যুদ্ধ ঠেকিয়ে কিউবান মিসাইল ক্রাইসিসের সমাধান করতে?
১০০% সত্য কাহিনীর উপর ভিত্তি করে সিনেমাটি তৈরি। কেনেডি ভ্রাতৃদ্বয়কে আপনারা যতটা শ্রদ্ধা করতেন, এই ছবিটি আপনার শ্রদ্ধাবোধকে বাড়িতে দিবে আরও কয়েকগুন।