দূর্সময়ের ভয়ার্ত গাঢ় শিহরণ,
মুহুর্তের বিজলী চমকে
সব ভয়ার্ত থমকে
যেন এক নতুন সূর্যের জাগরন,
সব বিপক্ষ বাদী,
বলার অধিকার বারণ ।
আহা! দুঃখ ছোঁয়া
কষ্টের আলোরন ।
আমাদের যুগ্ন হাতে,
কালো আধার রাতে
সময়ের ব্রেকাপে
চলছে কষ্টের পদধূলী ধাপে ধাপে,
তাইতো চলছে মুখ,
নির্ঘুম পহরী পথ কালো রাতের গতি মেপে মেপে ।
সময়ের বেড়া জালে,
ফাঁদের গ্যাড়াকলে,
পড়িয়ে চলছে মুক্ত হাতে দুরশাসনের হ্যান্ডকাফ!
মুক্ত অঙ্গনে দিনের আলোতেই,
চলছে অবিরত ছলচাচুরির পাপ,
তা দেখে ঘোড়ার পিঠে বসে গাঁধায় দেয় যে লাপ ।
হবেনা কারো রেহাই,
কেও পাবে না মুক্তি
উঠে পরে যতই আনুক যুক্তি
এ যে অভিশাপের চুক্তি ।
করবে না কেও কাউকে মাপ,
এ যে অগ্নিঝরা সময়ের বিরল অভিশাপ ।
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০১৭ রাত ১:০৯