বহু অপূণ্য নিরীক্ষায়,
কেঁটেছে মন গোপন পরীক্ষায়,
আকাঙ্খায় ভরেছে মন,
বিবর স্বপ্নে কেঁটেছে সর্বক্ষন ।
আজ সে অতি ক্লান্ত,
ছুঁটে চলছে হারিয়ে সব গতি পথ,
পাচ্ছে না খুঁজে কোন দিগন্ত,
এ পথ যেন তার কাছে অতি অফুরন্ত ।
বিষ ফোড়া ফুটেছে শিরায় শিরায়,
ব্যাথা ভরা মন অনুভাবনায়,
পাড়ে দাঁড়িয়ে অথয়তল,
ডাকছে তাহাকে মহনা নদীর জল ।
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০১৭ সকাল ১১:০৩