আলো আঁধারের মাঝে যেমন থাকে নিবে যাওয়া আগুনের ধোয়া,
তেমন থাকে শত দুঃখের মাঝেও সুখেরি ছোঁয়া,
বহু কষ্টের মাঝেই বেঁচে থাকে সুখ আর কষ্টরা,
জীবনের ছুঁটে চলা গতিবেগে অবষ্টিত পড়ে ধরা,
সুখে মুখে দুঃখের মায়া,
এ যেন পরম আদরের ছায়া,
যাকে যায়না ছেড়ে দেওয়া,
শত সুখের মাঝেও দুঃখকে আপন ভুবনে তুলে নেওয়া,
দুঃখকে কেহ কোনদিন পারে না ভুলে যেতে,
তাকে রাখে তুলে স্মৃতির পাতাতে,
দুঃখের দিন গুলো শুধু মানুষে মনে পড়ে,
আর সুখের মাঝেই হারানো দুঃখগুলোকে ভুলে থাকার চেষ্টা করে ।
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১৭ রাত ১০:০৭