ঝরু ঝরু কাপে,
দেখে কন্যার চোখের ফুল,
ভাবিয়া পাই না,
কি বলিবো ?
যদি দেখার মাঝে,
বলার মাঝে হয়ে যায় ভুল !
তবে থাকিবে না যে,
হারাবার সে সাহাস,
নয়নের হবে না সহ,
দেখিবার হৃদয় প্রাণে অশ্রুকুল ।
যেন নয়গো মানব কন্যা,
ঝরছে রূপের ঝর্ণা,
দেখিতে যেন মাটির এক প্রতিমা,
দাঁড়িয়ে থাকা কোন স্বপ্নের পুটুল,
চোখ যেন আমার বার বারং করছে ভুল,
সে যেন মাটির বুকে জেগে ওঠা কোন এক পদ্মফুল ।
কি বা দেবো তাহার ব্যখ্যা,
কি বা জানে সে মন্ত্র যখ্যা,
যেন রয়েছি পরে স্বপ্নপুরী,
বয়স তাহার হবে কত ?
আঠারো কি কুড়ি,
দেখে মনে হলো,
সে হতে পারে,
আকাশ থেকে নেমে আসা,রূপপতি পরী ।
বলে হবে না শেষ,
এমন রূপের জুড়ি
দোলা লাগলো হৃদয়ে, কাঁটেনি দাঘ,
কে সে অচেনা সুন্দরী ?
ছবি ইন্টারনেট থেকে নেয়া ।
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০১৭ রাত ১২:২৭