রাতের দিগন্তে চলছে চাঁদ,
পৃথিবী থেমে গেলেও,
সে মানছে না কোন বাধ,,
তাহার পথ অতি শান্ত,
সে বোঝেনা চলার ক্লান্ত,
শুধু মাঝে মাঝে হয়ে যায় মেঘের আড়ালে ক্ষান্ত ।
রাতের উপমা চাঁদ,
আর চাঁদের সুন্দর রাত,
যেমন দিনের সূর্য
সূর্যের দিন ।
চাঁদ না হলে রাত হতো না,
আর রাত না হলে চাঁদ থাকতো না,
যেমন সূর্য না হলে দিন,
আর দিন না হলে সূর্য উদয় হতো না ।
এ কেমন খেলা
এলেবেলে যাই কাঁটিয়ে বেলা,
বড় ভালো খেলোয়ার তিনি,
সব খেলার আসল খেলোয়ার যিনি,
খেলে চলছেন খেলা রাতদিন,
সবাইকে সঙ্গী করে দিয়ে
তিনি হলেন সঙ্গীবিহীন।
কেন মন বঝোনা যাবে চলে ধীরে ধীরে,
সময় মত তাহার ডাকে তাহার ঘরে ফিরে,
যদি করো কিছু,
তবে করো তাহারেই ঘীরে।
বিবেক তুমি হলে স্মৃতির পাতা,
হাসছো কাঁদছো,আর যাই করছো,
সবই একদিন জমা দিতে হবে,
সেদিন হবে তোমার নগদ বাকির সকল হালখাতা ।।
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০১৭ দুপুর ১:২৯