মনে হয় শুয়ে আছি ঘাসের উপর আমি একটি কঙ্কাল,
পচে পচে কবেই গিয়েছে খুলে দেহ থেকে তাল তাল
চামড়া ও মাংসের সুশোভন শাখা--প্রশাখার আবরণ,
যা আছে তা দেখে, সকলের জাগে শিহরণ,
হাড়ের কাঠামো এক , ফণীমনসার কাঁটার মতন।
একদিন দেহটি আমার ছিল বসন্তের বৃন্দাবন।
রোজ ভোরে কুসুম চয়নকারী কিশোরীর সাথে প্রেম ছিল,
জ্যাচ্যুত তীরের মতো লক্ষ্যভেদের আকন্ঠ পিপাসা ছিল।
প্রাণে মনে চাইতাম জোয়ারের সুখ পেতে
চাইতাম মরুর মননে মরুদ্যান হ'য়ে বাঁচতে,
জাত নেই পিপাসার কোন, তাইতো সে পারেনা চিনতে
কোনটি মরীচিকা, আর কোনটি মরুদ্যান।
চেয়েছিলাম বিশেষ্য হ'তে, হ'য়ে গেলাম সর্বণাম,
মৃত্যুও তো মরীচিকা, খোঁজে মরুদ্যান ত্রাণ পেতে প্রাণ।