এই মাটির বুকে একবার কান পেতে শোন
যে হৃদপিন্ড নিরন্তর বেজে চলেছে
সে তোমার পূর্ব পুরুষের আর্তনাদ
এই মাটির শিরায় শিরায় হাত পেতে দেখো
যে লাল স্ফুলিংগের মিছিল চলেছে
সে তোমার পূর্ব পুরুষের আত্মত্যাগ
এই মাটির ভাঁজে ভাঁজে জমে ওঠা খরা
বিস্তীর্ণ বিকলাংগ কুৎসিত জরা
নাই যদি জানো, কেন দুর্বা জাগেনি?
কেন সবুজ হয়নি পাতা?
এ তোমার পূর্ব পুরুষের ক্ষমা
উত্তর পুরুষের নির্লিপ্ততা ।