গোরস্থান!গোরস্থান!
তোর বুকেতে হবে আমার চিরতরে বাসস্থান,
গোরস্থান!গোরস্থান।
প্রত্যহ শুনি তোর আগমনী গান,
আমারে বুকে টানিতে কি সুকরুন আহবান-
গোরস্থান!
ওগো পরম বন্ধু আমার!
কিছু দেনা মোর রহিয়াছে বাকি,
চুকিয়া সে সব আসিব ফিরিয়া-
সকলেরে দিয়া ফাঁকি।
সেদিন আমারে কেমনে রাখিবি বল?
আমি যে সখা পাপী-অপরাধী সিনধু- সম
কেবলি করেছি ছল।
আমারে যদি গো না করে ক্ষমা রহিম-রহমান,
জানি তুই ভাঙবি রে মোর পাঁজরার হার-
আমার সখের গোরস্থান!গোরস্থান।
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:০১