নাগরিকতার এই যান্ত্রিক শহরে,
অবহেলার চাঁঁদর মুড়ি দিয়ে
বারবার আবার পরাজিত,
আমি এক রিকশাওয়ালা।
নিওনের রাস্তায় সপ্নের ভোর নেমে আসে,
আমার হাজারো সপ্ন বন্দী এই শহরের শতশত গলিতে।
বাসি খাবার আর ছেঁড়া বস্ত্র আমার নিত্য সঙগী
প্রতি রাতে অভাবের পদাঘাতে মাঝ রাতে জেগে উঠি,
তোমরা তখন সুখের প্রাসাদে কাম বাসনায় মগ্ন।
গলো ঈদেও চৌধুরীদের গেটে দাড়িয়ে আমার ৭বছরের মেয়ে,
ওরা কেউ একবার ওর দিকে ফিরেও তাকায়নি।
সব সহ্য করে বরাবরের মতই হেরে যাওয়া
আমি এক রিকশাওয়ালা।
সভ্যতার পাষান পদাঘাতে রক্তাক্ত,
আমি এক রিকশাওয়ালা।।।।
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৪