
জীবন, সে তো একটা মরিচিকা ।
সুখ , দুঃখ , হাসি কান্না মিশে থাকা ।
কিছু দেওয়া , কিছু পাওয়া ,
নিজের স্বার্থ উজাড় আর গ্রহন করা ।
কি হবে স্বার্থ দিয়ে ,
ক্ষণিকের এই জীবনটা তে ?
করে যাও এমন কিছু ,
যা তুমার মান করবে উচুঁ ।
রাখবে তুমায়, চির অমর করে ।
যখন তুমি থাকবে না ,এই ভূবনে ।
মানুষ তুমায় রাখবে মনে ।
প্রচন্ড সম্মানের সাথে ।
যেমন রেখেছে মনে ,
নজুরুল , রবীন্দ্রনাত , জয়নুল কে ।
তাই চেষ্টা কর ,
চিনিয়ে আন বিজয় নিশান ।
মানুষের মাঝে বাচঁতে শিখ ,
বিপদ কে করে জয় ।
মিত্যা কে ভঙ্গ কর ,
সত্যের দিশারি হয়ে ।
অসহায়ের সহায় হয়ে ।
গরীবের বন্ধু হয়ে ।
এটাই ত জীবনের মহিয়াসি গান ।
যার ছন্দে আছে শুধু বিজয় এর টান ।