কিছুক্ষণ পূর্বে জনৈক ব্যক্তির (বাংলাদেশী বলিয়া যাহাকে এতদিন জানিয়া আসিয়াছি) ফেইসবুক স্ট্যাটাসে দেখিলাম - "great tendulkal ! great player.. congrrtzz.. i don't mind even if bangladesh lose the game now "
দেখিবা মাত্র আফসোস বোধ হইল এই ভাবিয়া যে আমার সদ্যকৃত পাদুকাজোড়া এখনও চরণদ্বয়ে শোভা পাইতেছে। উহাদিগকে উপযুক্তস্থানে বসাইতে না পারিবার দুঃখে আমি অত্যন্ত মর্মাহত হইয়া পড়িলাম।
পাঠকবৃন্দ, হয়তো আপনাদের মধ্যে অনেকেই ইতিমধ্যে আমার প্রতি গালিবর্ষণ করিবার প্রস্তুতিও লইয়া ফেলিয়াছেন। তথাপি, বোধকরি ইহাতে আমার কোনোরূপ বিভ্রান্তি কিংবা আক্ষেপ নাই ।
টেন্ডুলকার- অত্যন্ত সন্মানিত একজন ব্যক্তি। যাহাকে বলে "international celebrity " । তাঁহার বিরুদ্ধে আমার রাগ, দুঃখ , অভিমান- কোনোটাই নাই। যদি কিছু পোষণ করিতেই হয় তবে বরং শ্রদ্ধাই করিব। সাথে অভিনন্দন।
তবে, আমার দেশের মাটিতে( এক্ষেত্রেও আপত্তি করিবার মত কিছু পাই না) আমারই দেশীয় টীমের বিপক্ষে দাঁড়াইয়া উনার যে সেঞ্চুরির সেঞ্চুরি হইয়াছে ইহাতে কি আমার ভাইদের খেলোয়ার-জীবনে একটুও কালিমা লেপন হয় নাই? ইহাতে কি আমাদের মুখ আনত হয় নাই? নিজে বাঙালি হইয়া আমি আজ অন্তত কিভাবে এই খুশিতে ভারতীয়দের সাথে এক কাতারে দাঁড়াইয়া উদ্বেলিত হই? ইহাতে আমাদের গৌরবটা কোথায় কেউ কি আমাকে একটু বুঝাইয়া বলিবেন ?
বিগত বিশ্বকাপের সময় এইরূপ চিত্র দেখিয়া আমি চিন্তিত হইয়া পড়িয়াছিলাম। যে অপরাজেয় বাংলা'র পাশ কাটাইয়া চলার সময় হৃদয়ে ঝঙ্কার বাজিয়া ওঠে নিজেকে গর্বিত বাঙালি ভাবিয়া - সেই অপরাজেয় বাংলা'র সন্মুখে ভারতীয় পতাকা হাতে একদল উন্মত্ত বাঙ্গালির( যদিও ইহাদের জন্ম-পরিচয় লইয়া আমার সন্দেহ আজও দূরীভূত হয় নাই ) নৃত্যকলা , রঙ-তামাশা দেখিয়া রীতিমত বিভ্রান্ত হইয়াছি। রূপকথায় শুনিয়াছিলাম "Alice in wonderland"- এ Alice ঘুমের মধ্যে অন্যরাজ্যে চলিয়া যায়। তদ্রুপ আমিও কি তবে বন্ধুরাস্ট্রে চলিয়া গেলাম ?
যাই হউক, সেইদিন অস্পষ্ট নয়নে দেখিয়াছিলাম অপরাজেয় বাংলা'র চক্ষু বাহিয়া অশ্রু গড়াইয়া পড়িতেছে। হয়তো বা ইহা আমার চক্ষের ভুল ছিল।
বি.দ্র . যাহারা ছাগু ছাগু বলিয়া ইতিমধ্যে মাতম শুরু করিয়াছেন তাহাদের উদ্দেশ্যে বলিতেছি - শচীন রমেশ টেন্ডুলকার'র স্থলে শহীদ আফ্রিদি হইলেও বক্তব্য অপরিবর্তিত থাকিত ।
ধন্যবাদ ।