শূণ্যতা'- পথ হেঁটে চলেছে
অজানা সে পথ, ঢালু,উঁচু-নিচু
পথে হাহাকারের সাথে দেখা
"চলুন, একসাথে যাওয়া যাক "
হঠাৎ মাঝপথ - সমুদ্র দাঁড়িয়ে
"আরে 'তোমরা !
আমার রাজ্যে তো কোন শূণ্যতা নেই ,
হাহাকার নেই, তবে
এসেছ যখন জিরিয়ে নাও"
খোলা সৈকতে হাত-পা
বিছাতে না বিছাতেই
দমকা হাওয়ার আনাগোনা
"হাওয়া লাগবে? ঠান্ডা হাওয়া ?"
একসাথে মাথা নাড়ে তারা ।
একটু দূরে যেতেই- ভীষণ গম্ভীর সব
হঠাৎ কার যেন পদধ্বনি শোনা যায়
কে এল?
"তুমি এসেছ?"
হাসিমুখে চাঁদকে আসন ছেড়ে দাঁড়ায় মেঘ
তারা অবাক হয়ে ভাবে
"চাঁদের এত রূপ !"
রূপবতী চাঁদ এসেই
সমুদ্রের কোলে
ঢেলে দিল
সবটুকু জোছনা ।
এদিকে হাওয়া শুকনো জল ছুঁয়ে দিতেই-
"ঢেউগুলো কেমন নেচে উঠেছে
দেখ দেখ..."
শূণ্যতা অবাক হয়ে দেখে
ঢেউগুলো ভাসিয়ে নিয়ে যাচ্ছে চাঁদের খন্ডছায়া
সব দেখে শিস দিয়ে ওঠে হাহাকার ।
শূণ্যতা ও হাহাকার
একে অন্যের দিকে তাকায়
নিষ্পলক - তাকিয়ে রয়
প্রকৃতির কী অদ্ভুত তাড়না
মায়াজালে আটকে পড়ে দু'জন
হাতদুটো এক করে
নেমে পড়ে জোছনা ভেজা সাগরে
নিজ নিজ অস্তিত্বের বিসর্জন দিতে ।