বন্ধুর ডেটিং রম্য! অতঃপর ছলনাময়ীর ছলনা [হালকা ১৮+]
সকাল ৭টা বাজে বাজে..এমন সময় মোবাইল বাইজা উঠলো! রিসিভ করতেই সোহেলের গলা, কিরে মামা কই তুই? সে কখন থেকে ফোন করতেছি,, রিসিভ করছ না কেন. একটু বিরক্ত হইয়া কইলাম এই সাত সকালে কই হমু? তা হঠাৎ এতো সকালে কি মনে কইরা! মামা আজকে ডেটিংয়ে যামু!!! কথাটা শুইনা যে ঘুম ছিল চোখে এক মিনিটে হাওয়া হয়ে গেল, কয়কি হালায় ডিটিংয়ে যাইবো, কার লগে তোমার নানীর লগে? আরে দূর কি সব কইতাছত, আছে মামা গার্লফ্রেন্ডের সাথে দেখা করমু। :!>
একটু ভাব লইয়া কইলাম এই আজাইরা খবর হুনানের লাইগা এতো সকালে ফোন করছত? আরে না তুই আমার সাথে যাইবি. আমি তোর সাথে যামু মানে? আমার কোন ইন্টারেস্ট নাই তোর গার্লফ্রেন্ডের লগে টাঙ্কি মারার।
আরে তোরে টাঙ্কি মারতে কইতাছে কে? আমার আশেপাশে একটু থাকবি ভয় লাগে ফাস্ট টাইম বুঝছি তো...
তুই না পাতিলীগের নেতা ভয় কিয়ের? আরে নেতাগিরি কি সব জায়গায় চলে নাকি! এতো কাহিনী করিছ না যা কইছি তা হুন, ৪টা বাজে চায়ের দোকানের সামনে আইবি,
আমি আর কথা বাড়াইলাম না। কেন জানি মনে হইতাছে বিনোদন পামু তাই রাজি হয়ে গেলাম...
চায়ের দোকানে বইসা চা খাইতে ছিলাম সোহেল আইসা হাজির, সাধা প্যান্ট আর কালা সার্ট, পুরাই ফিল্মের হিরু! কইলাম মামা ঝাক্কাস লাগতাছে তোরে! দে এবার চায়ের বিলদে। রিক্সায় উইঠা যাত্রা শুরু করলাম..ওর হাতে খেয়াল করলাম একটা কাগজের প্যাকেট! বললাম ঐটায় কি? সোহেল একটু লাজুক হয়ে কাছুমাছু করিয়া কইলো প্যাকেটে আঙ্গুর, কমলা আর পেপে!! হুনিয়া তো পুরাই হা হা প গে....
কইলাম হাসপাতালে রুগী দেখতে যাইতাছি নাকি? যে ফলমূল লইলি! তার যুক্তি হইলো খালি হাতে যাওয়াটা কেমন কেমন লাগে তাই এগুলা কিনে রাখছে। সব বুঝলাম তয় দুনিয়ায় এতো ফল থাকতে পেপে নিলি কোনটা বুইঝা? তার বদলে দেড় কেজী শসা আর এক কেজী বেগুন নিলেই পারতি! তার অন্য কামে আসতো....
কথাটা শুইনা বন্ধু আমার তেলে বেগুনে জ্বলে উঠলো! চুপ কর বেদ্দপ! আর কিছু কইলে লাথি মাইরা রিক্সা থাইকা ফালাই দিমু তোরে, আমি চুপ হয়ে গেলাম. শত হইলেও উনি পাতিলীগের নেতা...
ডেটিং প্লেস ধানমন্ডি লেক, রিক্সা কাছাকাছি চলে আসছে, সোহেল মোবাইলে ফোন দিল মেয়েটারে, কই তুমি জানু! কি পরে আসছো? আমি তোমার কথা মতো পরে আসছি,,
কি হলুদ সেলোয়ার কামিজ? আচ্ছা ঐখানেই দাঁড়াও আসতেছি...
লেকে নামিলাম আশেপাশে দেখিতে ছিলাম হলুদ জার্সি পরা কেউ দাঁড়াইয়া আছে নাকি! একটু আকটু এই দিক ঐদিক খুঁজা খুঁজি করিয়া অবশেষে হলুদ জার্সি পরা পেলেকে দেখিতে পাইলাম। বন্ধুরে খোঁছা দিয়া কইলাম ঐল তোর ললনা খাড়াইয়া রইছে..
সে আমারে এই খানেই থাকতে কইলো! তারা দেখা করিয়া কথা কইতাছে, আমি বসিয়া বসিয়া তাহা দিককে পাহারা দিতাছি.. এক পর্যায়ে মাইয়া উইঠা খাঁড়াইলো পাশে একটা রিক্সায় উইঠা বইলো আমি উকি ঝুঁকি মারিতেই দেখি আমার বন্ধু তার সাথে আনা ফলমূল খাওয়াইতাছে ললনাকে আহা কি রোমান্টিক সিন....... :>
অলমোস্ট ৩০ মিনিট পর সোহেল আসিল, একটু বিষন্ন দেখাইতেছিল। রমনী বিদায় নিয়া প্রস্থান করিল, রিক্সায় উঠিয়াই জিজ্ঞেস করিলাম, কি মামা কিছু দিছত নাকি? আমি ভাবছিলাম সে কিছ দিছে এইটা বলিবে...উত্তরে যা বলিলো শুনিয়া পুরাই থ হয়ে গেলাম!! সে তার হাত ঘড়ি আর মিউজিক সিস্টেম মাইয়াটারে দিয়া আসছে, বললাম কোন খুশিতে দিলি? বলে ঘড়িটা নাকি তার অনেক পছন্দ হইছে ঐটা স্মৃতি হিসেবে রাখছে, মিউজিক সিস্টেমের গান গুলা নাকি তার কাছে ভাল লাগছে ঐগুলা তার মোবাইলে লোড কইরা পরে মিউজিক সিস্টেমটা ফেরত দিবো। :-&
ভালবাসায় মানুষরে বোকা হইতে শুনছি এইটা দেখি গর্দভ হয়ে গেল!! কইলাম ব্যাটা রাম ছাগল ঐ মাইয়া তোরে বাঁশ দিয়া ফুটছে!! ফোন দিয়া দেখ ধরে নাকি?? হে হে হাছাই ফোন বন্ধ।
অতঃপর বন্ধু আমার ভাঙ্গা হৃদয় নিয়া ফিরিয়া আসিলো। প্রতিজ্ঞা করিলো আর কোন মেয়ের মোহে পড়িবে না। ব্যাপারটা এমন না যে আমি তা আন্দাজ করতে পারি নাই! আসলে কেউ হোচট না খাইলে ঠিক মতো হাটতে শিখে না, তাই সব বুঝিয়াও চুপ করিয়া রইলাম।
জাতির জনক কে? একক পরিচয় বনাম বহুত্বের বাস্তবতা
বাঙালি জাতির জনক কে, এই প্রশ্নটি শুনতে সোজা হলেও এর উত্তর ভীষণ জটিল। বাংলাদেশে জাতির জনক ধারণাটি খুবই গুরুত্বপূর্ণ, যেখানে একজন ব্যক্তিত্বকে জাতির প্রতিষ্ঠাতা হিসেবে মর্যাদা দেওয়া হয়। তবে পশ্চিমবঙ্গের... ...বাকিটুকু পড়ুন
আত্মপোলব্ধি......
আত্মপোলব্ধি......
একটা বয়স পর্যন্ত অনিশ্চয়তার পর মানুষ তার জীবন সম্পর্কে মোটামুটি নিশ্চিত হয়ে যায়। এই বয়সটা হল পঁয়ত্রিশ এর আশেপাশে। মানব জন্মের সবকিছু যে অর্থহীন এবং সস্তা সেটা বোঝার বয়স... ...বাকিটুকু পড়ুন
জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি !
হঠাৎ ইলিশ মাছ খেতে ইচ্ছে হল । সাথে সাথে জিভে ..জল... চলে এল । তার জন্য একটু সময়ের প্রয়োজন, এই ফাঁকে আমার জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্প ক্ষমতায় আসছে এটা ১০০% নিশ্চিত। আমেরিকায় ইতিহাসে মহিলা প্রেসিডেন্ট হয়নি আর হবেও না।
আর এস এস সহ উগ্র হিন্দুদের লিখে দেওয়া কথা টুইট করেছে ট্রাম্প। হিন্দুদের ভোট-আর ইন্ডিয়ান লবিংএর জন্য ট্রাম্পের এই টুইট। যার সাথে সত্যতার কোন মিল নেই। ট্রাম্প আগেরবার ক্ষমতায়... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্প জিতলে কঠোর মূল্য দিতে হবে ইউসুফ সরকারকে?
ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যে বাংলাদেশের মিডিয়ায় ঝড় উঠেছে। ৫ তারিখের নির্বাচনে ট্রাম্প জিতলে আরেকবার বাংলাদেশের মিষ্টির দোকান খালি হবে।
আমি এর পক্ষে বিপক্ষে কিছু না বললেও ডায়বেটিসের রুগী হিসেবে আমি সবসময়... ...বাকিটুকু পড়ুন