প্রাণোবন্ত সুস্বাস্থ্যের অধিকারি ব্লগার রোহান ভাইয়ের জন্মদিন ছিল কালকে।
আগে থেকেই জানাছিল ওনার জন্মদিনের তারিখ।ফেসবুকের মাধ্যমে। বললাম ভাই কি করবেন,উনি বললেন কিছু না।যদিও আমার ধারণা জন্মদিনের দিনের শুরুতে অর্থাৎ শূন্য আওয়ারে উনি হয়তো ওনার প্রিয়সী আমাদের ভাবী আর পুত্রকে নিয়েই জন্মদিনের পর্বটা শুরু করেছেন। আমার খুব জানতে ইচ্ছা করছিল ভাবীর সাথে বিয়ের আগে ও পরে রোহান ভাই কিভাবে জন্মদিনটা উৎযাপন করেছেন -- করেন,যেহেতু যদিও বন্ধুসুলভ তবুও বয়সের ব্যবধান বাধাঁ হয়ে দাঁড়ায় বলা হয় না,"ভাই জন্মদিনে কি করলেন",অফিসে এসে অফিসের প্রথাগতভাবেই সবারই ধারণাছিল উনি কেক কাটবেন,অন্যদের জন্মদিনের কেকের বড় টুকরা খেতে যদিও রোহান ভাইয়ের জুড়ি নাই,তাই চিন্তিত ছিলাম উনি কি করেন নিজের জন্মদিনের কেক নিয়ে,সেই ঝামেলায় না যেয়ে পুরো কেকটাই রোহান ভাই একাই হজম করে আমাদের শুধু হালকা খাবার আর ড্রিংসের ভেতরই সীমাবদ্ধ রাখলেন,বড়ই আফসোস।মানুষ ভাবে কি আর হয় কি? অন্য সবার কথা বাদই দিলাম আমি আর শাওন -- রোহান ভাইয়ের দুই ছোট ভাই,আমাদের প্রতি যে অবহেলা রোহান ভাই করলেন তা ভোলার না

যা হোক প্রথম দর্শনেই যাকে বিদ্রোহী কবি বলে ভ্রম হয় সেই রোহান ভাইয়ের জন্মদিনছিল কাল। আকাশে মেঘ ছিল,বৃষ্টিও ছিল রাস্তায় ছিল কাদা .... তা সত্ত্বেও অত্যন্ত শান্ত পরিবেশে উৎযাপিত হল আমাদের রোহান ভাইয়ের জন্মদিন।
আজকে ওনাকে জিজ্ঞাস করলাম ভাই জন্মদিন কেমন পালন করলেন---- রোহান ভাই বললেন" জন্মদিনের পোশাক পইড়া ঘুইড়া বেড়াইছি" প্রথমে উত্তর শুইনা একটু টাসকি খাইলাম,মুখে বুঝতে দিলাম না। মনে মেন কল্পনা করলাম এত বড় বিশাল দেহী একজন জন্মদিনের পোশাক পড়লে কেমন লাগবো....




তো যা হোক এত অশান্ত একজন ব্লগারের জন্মদিন এমন শান্তভাবে হল তা ভাবাই যায় না।তার উপর রোহান ভাইয়ের প্রেমের ইতিহাস অতীতের জীবন --- যা আমাদের বলে দেয় উনি মোটেও শান্ত ছিলেন না .... তাই এত শান্ত অনাড়ম্বর পরিবেশে উনি ওনার জন্মদিন পালন করলেন দেখে আমি ব্যক্তিগতভাবেই কষ্ট পাইছি


সব শেষে রোহান ভাইয়ের জন্য একটা কবিতা ---
"আকাশের সব মেঘ সব রঙ ধুয়ে মুছে যাবে,
সাথে যাবে বৃষ্টির কণা,শূন্য পরে রবে আকাশ
হঠাৎ সেদিকে তাকিয়ে যদি পরে মনে তব মুখ
তবে ভেবে নেব আছে মম হৃদয়ে,বাস যার সেথা।"
মরমী কবি নিভৃতচারী কবি জাগফা জালিনফা এই মাত্র এই কবিতাটা রোহান ভাইয়ের জন্য লিখে ওনাকে উৎসর্গ করলেন।
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:২৫