ফেইসবুকের একটা পেইজ
"সাদা এপ্রোন" নাম,
তারা কতখন আগে একটা স্ট্যাটাস দিয়েছে আমাদের দেশের বিভিন্ন কোটা সম্পর্কিত। স্ট্যাটাস টা অনেকটা এরকম
"বাংলাদেশের জনসংখ্যা সতেরো কোটি । এর দশ পার্সেন্ট হয় ১.৭কোটি ।
বিসিএসে উপজাতি কোঠা দশ পার্সেন্ট । দেশে কি ১.৭কোটি উপজাতি আছে ।
১৭কোটির ৩৩পার্সেন্ট হয় পাঁচ কোটি ছেছট্টি লাখ । বিসিএসে মুক্তিযোদ্ধা কোটা তেত্রিশ পার্সেন্ট । দেশে কি মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য সংখ্যা ৫.৬৬কোটি?
..দেশে একটা প্রচন্ড অন্যায় হচ্ছে বছরের পর বছর আর অবাক হয়ে দেখি এব্যাপারে কারো কোন মুভমেন্ট নেই ।
..এদেশে মুক্তিযোদ্ধা না খেয়ে চিকিৎসার অভাবে মরে সেখানে সাধারন ছাত্রদের পেটে লাথি মেরে এই প্রিভিলেজ দেয়া কত টা মানবিক ?
..বিসিএসে কোটা পন্ঞাশ পার্সেন্ট আর লাখ লাখ শিক্ষার্থীর ঘাম আর পরিশ্রমের জন্য পয়তাল্লিশ পার্সেন্ট । Does it make sense??
সাধারন ছাত্রের ভরসার শেষ জায়গা পিএসসি থেকে পেটে লাথি খেয়ে ছাত্রটা যাবে কোথায়??
পিএসসির নাম রাখা হোক JSC(joker service commission)..
Mark this word,একদিন শুধু একারনেই এদেশের মানুষ মুক্তিযোদ্ধাদের ঘৃনা করতে শিখবে."
মূলত তার কথা অযৌক্তিক। আমাদের দেশের ১৭ কোটি মানুষ তো একসাথে বিসিএস দেয় না। আর মুক্তিযোদ্ধাদের তো এখানে দোষ নেই। কেন ওনাদের টানা হচ্ছে।মুক্তিযোদ্ধারা কি বলেছেন যে এত কোটা দিতে!!! নাকি এটা সরকার করেছে।কোটাটা একটু বেশি হয়ে যাচ্ছি আমি মানি কিন্তু তার জন্য এই কথা!!
আরে ভাই মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন না করলে পাকিস্তানের আন্ডারে ৫% বাংলাদেশি কোটায় ১৭ কোটি মানুষকে বিসিএস দিতে হইত ওইটা কি চিন্তা করেছেন কখনো।আপনি দোষ দিলেন যাদের তারা কিভাবে একজন শিক্ষার্থীর স্বপ্ন ভাঙতে দায়ী??? কিভাবে??
জবাব চাই.. জাতি জবাব চায়..
ভাই মুক্তিযোদ্ধারা কি দোষ করল? তারা কেন ঘৃণার শিকার হবে? PSC দোষ করলে মুক্তিযোদ্ধারা ঘৃণিত হবে কেন?
আমি বিশ্বাস করি যার মধ্যে দেশপ্রেম আছে তার পক্ষে মুক্তিযোদ্ধাদের ঘৃণা করা সম্ভব না|
কোটা সিস্টেম ঠিক নাই এতে মুক্তিযোদ্ধাদের কি দোষ? আপনারাই বলবেন।
আমি আশা করব "সাদা এপ্রোন" নামক মেডিকেলের স্টুডেন্টদের এই পেইজটির পোস্টি আপনারাও পড়বেন। কারন যারা এই দেশকে স্বাধীন করেছেন আমরা তাদের আমাদের বোঝা বানাতে পারি না। কখনওই না।