আমাদের দেশে এই ভ্যাট সিস্টেমটা ১৯৯১-১৯৯২ এর দিকে চালু হয়।তখন থেকে আমাদের সকল মৌলিক চাহিদাগুলো এর অধীনে চলে যেতে থাকে।আমরা জনগণ সহজ সরল। কিছু বুঝি না। সব মেনে নেই।কিন্তু আজ না।আজ যে জাতির মেরুদণ্ডে আঘাত এসেছে। শিক্ষায় বাড়ানো তো একটা উপলক্ষ্য,সংগে বোকামি।আর কিছুই না।আস্তে আস্তে সবকিছুর দাম বাড়বে।এটা তো সবে শুরু।সমস্যা তো আমাদের মত মধ্যবিত্তদের।শিক্ষা ব্যবস্থার কোন সঠিক পরিকল্পনা নেই।
৭.৫% ভ্যাট কি বুঝেন আমার দেশের মন্ত্রীপরিষদ। ১০০০ টাকায় ৭৫ টাকা। এটা তাও আবার শিক্ষাখাতে!!!
আমাদের মন্ত্রী তো আবার বলেছেন ১০০০ টাকায় ৭৫০ টাকা!!!!বুঝতেই পারছেন কতটকু বুঝেন তিনি। বড়ই আজিব কথাবার্তা। আরে ভাই ওই লোক কি চিন্তা করে কথা বলেছেন। কিছু কি ভেবে বলেছেন আমার ১০০০ টাকার জায়গায় ১৭৫০ টাকা দিতে হচ্ছে।
(মন্ত্রীর হিসেবে)
মজা নাকি!!!!!!
এত মজা নিয়া লাভ নাই। দেশের ছাত্ররা আজকে খেপছে।এখানে এখন আর ছাত্রলীগ আর ছাত্রদল নাই। সবাই এক মাঠে।
নিজেরাই আমাদের বাশ নিয়ে আসি।সরকারের যখন এতই টাকা কম পড়েছে তখন কি আর কোন বুদ্ধি মাথায় আসে নি!!! শিক্ষায় ভ্যাট।
ঘুষ যে দোষের কিছু না এটা তো আমরা ২ দিন আগে শুনেছি!!!
নতুন ঘুষের সংজ্ঞা। ভাই কথা বলার আগে একটু চিন্তা করে বলা উচিত আমার মনে হয়।জনগনের রেসপন্স কেমন হয় ওইটাও কিন্তু চিন্তার বিষয়।
আমি কয়দিন পর এডমিশন টেস্ট দিব।আমার জায়গা তো পাবলিক বিশ্ববিদ্যালয়ে হবে এমন টা আমি জানি না।যখন আমি এই প্রাইভেট বিশ্ববিদ্যালয় এ পড়বো তখন আমার মত আর ১০ জন এই টাকাটা দিতে পারবে না।
১০০০ টাকায় পরে ৭৫ টাকা দিলে উনি বলবেন আমি কিন্তু ৭৫০ এর কথা বলেছিলাম।ভুলে বলেছি কি বলিনি এটা তো কথা না। বলেছি তো।
প্রধানমন্ত্রী বেচে গেলেন তো এক কথা বলে "ভ্যাট দিবে বিশ্ববিদ্যালয়গুলো।আরে বিশ্ববিদ্যালয়গুলো কোথা থেকে টাকা পায়? টাকা কি আসমান থেকে পড়ে। ছাত্ররাই তো এই টাকা দেয় নাকি??
দেশ ধ্বংস হওয়ার আর বাকি নাই মনে হইতেছে। রেজাল্ট এবার খারাপ হয়েছে দেশের এইচ এস সি তে।এর মানে কি এই ব্যাচ এ সব গাধাগুলো ভর্তি হয়েছে।পরীক্ষার রেজাল্ট আজ সরকারের উপরে চলে গিয়েছে।আমাদের কিছুই করার নাই।
এই সমস্যাটা যে কত বড় সরকার নিজেও হয়ত আচ করতে পারছে না।
ছাত্ররা আজ নেমেছে মাঠে।ভ্যাট কই যাবে!!!
Students power is the most dangerous thing in our country.
They can give life for education.