আমাদের দেশের রাজনীতির কোন কিছুর সাথেই আমাদের সাধারণ মানুষের মিল নেই। এই অমিলটা আমরা সবকিছুর থেকে বেশি দেখি আমাদের সমালোচনার মধ্যে।আমরা সমালোচনা করতে একটু বেশীই পছন্দ করি।কিন্তু অগোচরে।সামনাসামনি করতে ভয় পাই।এর কারন এটা আমাদের সামাজিক জীবনে অনেক সমস্যার সৃস্টি করে।
একটা উদাহরণ দিলে জায়গাটা পরিষ্কার হবে।আর এর গভীরতা বোঝা যাবে।আমরা স্কুল ছাত্ররা যদিও কখোনো স্কুলের শিক্ষক কিংবা অধ্যক্ষের সমালোচনা করি তাহলে তা অনেক গুরুতর শাস্তিমুলক অপরাধ বলে বিবেচ্য হয়।
আর আমাদের দেশের কোন রাজনৈতিক ব্যক্তির সমালোচনা করলে আমাদের কোন কিছুরই সম্মুখীন হতে হয় না।আমরা তা দেখতে পাচ্ছি চোখের সামনে। যখন আমাদের নেতাদের মধ্যে মিডিয়ার মাধ্যমে একে অপরের সম্পরকে সমালোচনা করতে থাকেন তখন এর বিপরীতে শুধু ঝগড়াই চলে।
এই সমালোচনার শিকার আমাদের প্রধানমন্ত্রীও হয়ে থাকেন কিন্তু এর কোন প্রতিকার থাকেনা। টকশো আমাদের সমালোচনার সবচেয়ে পরিচিত অনুষ্ঠান। যেখানে গন্যমান্য ব্যক্তিদের নিয়ে যাওয়া হয় তাদের মতামত প্রদানের জন্য।বিভিন্ন সময়ের বিভিন্ন পরিস্তিতি নিয়ে।টকশোতে রাজনীতির সমালোচনা হয়,রাজনৈতিক নেতাদের নয়।কিন্তু রাজনৈতিক নেতাদের নিয়ে টকশো হলে একটুু বেশি কিছুই হয়।
আমি সমালোচনা কে অবশ্যি সাপোর্ট করছি।কিন্তু এর প্রেক্ষিতটা একরকম হওয়া উচিত। আমরা নিজেরাই আমাদেরকে আলাদা করে দিচ্ছি। দেশেত এখন দুই ধরনের মানুষ জন্ম নিচ্ছে। একদল রাজনৈতিক আর একদল সাধারণ। এই ভাগটা আমরা সাধারণ জনগণ করেছি। এখানে আমি রাজনৈতিক নেতাদের দোষ দিচ্ছি না
।কারন তারা এখানে যা করেছে ওইটা হয়ত নিজের ক্ষমতা পাওয়ার জন্য। আবার দেশের জন্যও হতে পারে। তারা সাধারণ আর নিজেদের মধ্যে কোন ভাগ করছে। কারন তারা রাজনীতি নিয়ে ভাগাভাগিতে ব্যস্ত। কার রাজনীতির ফল আগে গাছে ধরে।
আমার মাথায় আজ আসছে না আজকের দিনে মানুষ দুইপক্ষের সংঘর্ষ হয়ে মারা যাচ্ছে। আমাদের কোন দিকটার অভাব??? শান্তি??
বলা যায়..........
এর জন্য কি দুই পক্ষের সংঘর্ষ প্রয়োজন??? আমার মনে হয় না।
আর হায়রে বাংগালী কার জন্যে প্রান দিচ্ছিস???
তোর প্রান কারো শান্তি এনে দেয় নি.....
উল্টো তোর পরিবার তোকে হারাচ্ছে.... যাকে কিছুই দিয়ে যেতে পারলি না। যার জন্য প্রান দিচ্ছিস টাকে কেও পছন্দ করে না।তাকে কেও চায় না।সে আমাদের নোংরা রাজনীতি।আমরা শুধু লিখতে আর বলতেই পারব। আর পারব সমালোচনা করতে।
আর কিছু এখনও আমাদের মত সাধারণ মানুষের পক্ষে সম্ভব হয় নাই।কারনটা আমরা নিজেরাই প্রকাশ করতে পারিনা। শুধু সমালোচনা করতেই জানি।আর জানি মানুষ এর ভুল ধরতে।