নিজেরে নিয়া কখনোই satisfied হইতে পারলাম না। আল্লাহ যে খানে পাঠাইছে সেটা হয়ত satisfied হওয়ার জায়গা না।কলেজে চিন্তা করি কবে বাসায় আসব....আর বাসায় চিন্তা করি কবে কলেজ যাব।
লাইফ এ আল্লাহ বড় একটা ধাক্কা রাখছে...
কবে খাব বুঝতে পারতাছি না....
যারা আশেপাশে থাকে তারা পাশে থেকেও বুঝতে পারে না।
নিজেকে নিয়েই সবাই ব্যাস্ত। কিছু কিছু জিনিস ছেড়ে দিচ্ছি কিছু পাবার আশায়.....
আবার কারো চাপে....
মানুষ বড় অদ্ভুত....
যেখানে আমি আমার পরিবারের সুখ কি জিনিস আজ পর্যন্ত বুঝতে পারলাম না,সেখানে বন্ধুদের সাথে না থাকলে বন্ধুরা তা উপেক্ষা ভাবতে শুরু করে
জীবনের স্বপ্নটা মনে হয় পূরন করতে পারব না...
খুব ইচ্ছা ছিলি প্রধানমন্ত্রী হব...দেশটাকে বদলাব...দেশটাকে আর এইভাবে দেখতে ভালো লাহছে না
শান্তির সন্ধানে ১৯ বছর কেটে যাচ্ছে...... যে শান্তি মিলেছে তা নিজের শান্তি দেশএর শান্তি না।
মাঝে মাঝে চিন্তা করি আল্লাহ আমার মাঝে কিছু একটা দিয়েছে...
কিছু কিছু আগেই পুর্ভাবাস দিয়ে দেন... কিছুটা সতর্ক হই হয়তবা।
কেও কেও মাঝে মাঝে এমন কিছু কাজ করেন যে মনে হয় যেতারা একটু বেশি formal.... যারা মাঝে মাঝেই informal হোন তাদের informalityর পেছনে উদ্দেশ্য কেও খুজে দেখে না...
তুমি যা চিন্তা কর তা তো সবাই করে এমনকিছু চিন্তা কর যা আর কেও চিন্তা করে না.......
এইসব চিন্তার আবআর দাম পওয়া যাবে না
তোমার গলা কেটে দেয়া হবে