
বরাবরের মত আজকেরটাও ছবি পোস্ট.....
জল...তার উপর গাছের ছায়া...তারও উপর অসীম আকাশ--প্রকৃতির প্রতিচ্ছবি!

রঙিন পাখা!
রং শুধু আকাশের পাখির ডানায়ই না,নদীর বুকেও পাখা মেলে ভেসে বেড়ায়.....
ছবিটা ফেরি তে পদ্মা নদী পার হবার সময় বাসের জানালা দিয়ে তোলা

চলার পথে ফুল দেখলেই চোখ আটকে যায়....ধানমন্ডি লেক থেকে তোলা।

কী সুন্দর মিষ্টি একটা গোলাপ!!

কৃষ্ণচূড়া ফুল
ঝরা ফুল,তাতে কী!
সৌন্দর্য কিন্তু এতটুকুও কমেনি...

বৃষ্টির পর সদ্য ভেজা ফুলের সৌন্দর্য্য অন্যরকম। কাছ থেকে তুলতে পারলে মনে হয় আরো সুন্দর হত।

এই ছোট্ট ফুলটার নাম জানি না। ছোট হলেও কিন্তু সৌন্দর্য্যে কারো চেয়ে কম নয়।
