ছোটবেলায় আম্মুকে আধুনিক বাংলা গান শুনতে দেখেছি । তখনতো আর গান কি জিনিস বুঝতাম না...বড় হবার পর আম্মুর সাথে বসে আমিও শুনতাম গানগুলো । পিসিতে আম্মুর প্রিয় গানগুলোর একটা আলাদা ফোল্ডার আছে,আম্মুর নামে । ঠিক কবে যে গানগুলো আমার প্রিয়গানের তালিকায় যোগ হয়েছে,মনে পড়েনা । তবে এটা বলতে পারি..আম্মুর চাইতে আমি এখন বেশি শুনি গানগুলো....
মনে কর যদি সব ছেড়ে হায়....
চলে যেতে হয় কখনও আমায়.../ চিত্রা সিংয়ের শোনা গানগুলোর মধ্যে এই গানটা আমার সবচেয়ে পছন্দের । প্রতিদিন একবারের জন্যে হলেও শুনি
আকাশ মেঘে ঢাকা...
শাওন ধারা ঝরে.../ মনটা খারাপ থাকলে এই গানটা বেশি শুনি।
তুমি এসে আমার মনে ফাগুন জাগালে...
ফাগুন জাগালে,ফাগুন জাগালে.../ গানটা শুনলে মনটা কেমন যেন আনন্দে নেচে ওঠে
আমার চোখের জলের মাঝে....
তোমার স্বপ্নকমল আছে..../ ভালো লাগে এই গানটাও।
কথা ছিল দেখা হবে...
দেখা হল না.../ এই গানটা আগে তেমন একটা ভালো লাগত না।তবে আমার খুব কাছের এক বন্ধুর কণ্ঠে চমৎকার লাগে গানটা।
দুটি মন আর নেই দুজনার..../ এই গানটাও দারুণ লাগে।
কোথাও যদি হারিয়ে আমি যাইগো কোনোদিন..../ মনটা খুব খারাপ হয়ে যায় এই গানটা শুনলে