যদি দেখা হয় তোমার স্নিগ্ধ চোখের সাথে
তুমি প্রশ্ন করোনা আমার ক্লান্ত চোখকে
কত আঁধার পার করেছো জেগে জেগে।
আমি খুঁজেছি তোমাকে বইয়ের পাতায় পাতায়,
খুঁজেছি তোমাকে প্রতিটি শব্দ, অক্ষরে,
খুঁজেছি বিদিশায়,ওই নীল সীমান্ত পারে।
পাইনিকো খুঁজে কোথাও তোমারে!
নীল রঙ তোমার চোখ ভেবে
কতবার ডুবে গেছি সাগর অতলে।
পাইনিকো কিছু, তাই হেঁটেছি আবার
জীবনানন্দের বনলতার পিছু।
সেও দেয়নিকো ধরা,
বারবার হারিয়েছে বটবৃক্ষের নিচে,
পথের শেষে।
ক্লান্ত পথে পিপাসায় কাতর হয়ে
কত ছুটেছি দ্বারেদ্বারে
কেউ দেয়নিকো ভালোবাসা।
যদি দেখা হয় তোমার স্নিগ্ধ চোখের সাথে
তুৃমি প্রশ্ন করোনা আমার ক্লান্ত চোখকে
শুধু একটুখানি ভালোবাসা দিও।
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৮