বর্তমান বিশ্বায়নের যুগে যে কটি দেশ প্রবলভাবে উঠে আসছে তাদের মাঝে ভারত অন্যতম। ইউএনডিপি-র হিউম্যান ডেভেলপমেন্ট ইনডেক্স-এ দেশটি হয়ত খুব বেশি এগিয়ে নেই, পার ক্যাপিটা জিডিপিতে এগিয়ে নেই অনেক বেশি তবু ভারত বর্তমান বিশ্বের অন্যতম পরাশক্তি!
এই "পরাশক্তি" তকমাটা ভারত বাগালো কেমন করে? "বাগালো" শব্দটা নেতিবাচক, কটাক্ষমূলক শোনাতে পরে, ইতিবাচক অর্থে বলতে গেলে "অর্জন" করলো কিভাবে? একটি দেশকে আপনি যদি একটি প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করেন তবে সেই প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টের উপর প্রতিষ্ঠানটির ভবিষ্যত অনেকাংশেই নির্ভর করে।
যারা ম্যানেজমেন্ট সম্পর্কে জানেন, বোঝেন তারা একবাক্যে স্বীকার করবেন ব্র্যান্ডিং একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় পণ্য বিপননে। ভারত নিজের দেশকে ব্র্যান্ডিং করতে পেরেছে গত কয়েক দশক ধরে।
শুধু মিডিয়া নয়, শিক্ষা-গবেষণা ক্ষেত্রে নিজেদের উজার করে দিয়েছে দেশটি। ফলাফল সামনের দিনের সুপার পাওয়ার তকমা লাভ করতে যাচ্ছে সম্ভবত ভারত। সন্দেহ থাকতে পারে অনেকের কিন্তু গভীরভাবে বিষয়টি উপলব্ধি করুন হয়ত একমত হবেন।
এবার লেখাটি লেখার কারণ বলিঃ
আমি খুব কম টিভি দেখি। তবু ডিসকভারি চ্যানেল আমার খুব প্রিয়। এই চ্যানেলটা খুললেই ইদানিং "ইয়ে মেরা ইন্ডিয়া... ... এনিমেল প্ল্যানেট..." এই বিজ্ঞাপনে আমি অস্থির। এতটাই বিরক্ত হয়ে গেছি ভারতের মিডিয়াবাজিতে যে এক ধরণের রিপারকেশন চলে এসেছে। তাই ভাবলাম মুদ্রার অন্যপিঠটা একটু দেখি, ভারতে উপর বিরক্ত না হয়ে নিজের অক্ষমতা, নিজের সীমাবদ্ধতাটা উপলব্ধি করার চেষ্টা করি। তো সেটা করতে গিয়ে জানতে হবে। তাই ভারতকে জানার চেষ্টা করছি আর নিজের মনে মনে জপছিঃ
ইয়ে মেরা ইন্ডিয়া
