বছর প্রায় শেষ হয়ে এলো, আর মাত্র কয়েকটা দিন রয়েছে ২০১১ এর ঝোলায়। আসছে ২০১২, নতুন বছর, আগামীর সম্ভাবনার বারতা নিয়ে। বছর শেষের দিকে এসে সারা বছরের কিছু পোস্ট নিয়ে পোস্ট লিখতে অনেককেই দেখা যায়। আমিও গতবার একটা লিখেছিলাম। এবার আরেকটি লিখলামঃ
আমি প্রায় ২০ টা পোস্ট ফিল্টার করেছি। ফিল্টারিং প্রসেসের ভেতর দিয়ে যাবার সময় আমি পোস্টের হিট বিবেচনায় আননি, আমার বিবেচ্য ছিল বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক, পরিবেশ-জলবায়ু, মুক্তিযুদ্ধের চেতনা ইত্যাদি বিষয়াদী। বিষয়গুলো নিয়ে ভাবতে গিয়ে আমি আমার সিলেকশনে মেহেরজান সিনেমা সংশ্লিষ্ট পোস্ট রেখেছি যা আমার মতে চলচিত্রে বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের চেতনার ভুল প্রেজেন্টেশনের বিরুদ্ধে সাধারণ মানুষের ফুঁসে ওঠার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা যে আমাদের চিন্তার ও চেতনার মুলে প্রোথিত তা রিফ্লেক্ট করে।
ব্লগাররা যে আন্তর্জাতিক ইস্যুতেও সরব তা প্রমান করে মাহমুদুল হোসেন কায়রো-র লিবিয়া বিষয়ক পোস্ট। তারেক মাসুদ ও মিশুক মুনিরের মৃত্যু বিষয়ক পোস্টও আমি রেখেছি তালিকায়। সোমালিয়ায় জলদস্যু কতৃক বাংলাদেশি নাবিক অপহরণ এবং তা নিয়ে ব্লগারদের সচেতনতা বিষয়ে একটি পোস্ট রেখেছি। ভাইয়ের প্রতি ভাইয়ের ভাতৃত্ববোধকে প্রমান করে এই পোস্ট। জাহাজী পোলার আরেকটি পোস্ট আমি রেখেছি যেটি সমুদ্রে তেল নিঃসরণ ও তার ফলে পরিবেশ দূষনের সম্ভাবনা বিষয়ে আমাদের সচেতনতাকে প্রমান করে। আমার সিলেকশনে আছে পরিমল ইস্যু, পারসোনা ইস্যু নিয়ে পোস্ট।
আড়িয়াল বিল ইস্যুটিতে দিনমজুরের একটি পোস্ট পেলাম, ওটা আমি রেখেছি। কিন্তু ওটা ৩১ ডিসেম্বর ২০১০ এ প্রকাশিত। তবু আমি রেখেছি।
অনেক পোস্ট আমার চোখ এড়িয়ে যেতে পারে, তবু আমি চেষ্টা করেছি নিরপেক্ষ অবস্থান থেকে কিছু পোস্টকে আলাদা করতে। ফেলানী হত্যাকান্ড বিষয়ে ফিউশন ফাইভের একটি ছোট পোস্ট আমি রেখেছি। এই পোস্ট আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যেকোন ইস্যুর রাজনৈতিক ফায়দা একটি মহল লোটার চেষ্টায় রত থাকে।
» পারসোনা কেলেংকারী, নতুন আপডেটঃ নিরাপত্তা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ। সকল নিরাপত্তা কর্মকর্তার ও কর্মচারীর নাম ও ছবি প্রকাশের আহবান। : অগ্নিলা
» পুরুষবাদীর ভাবনাচিন্তাঃ প্রসঙ্গ ভিকারুন্নিসা : ফারহান দাউদ
» আয় কে আমাদের পিটাবি? (আমি একজন ভিকি বলছি) : অগ্নিলা
» প্রসঙ্গ- জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং শিক্ষার বানিজ্যিকীকরণ : আসিফ মহিউদ্দীন
» 'মেহেরজান' : ভুল পরিপ্রেক্ষিত ও ভুল ভালোবাসার গল্প : একরামুল হক শামীম
» ক্ষণজন্মা নক্ষত্রদ্বয় তারেক মাসুদ ও মিশুক মুনীর’র স্মৃতিতে সামহোয়্যার পরিবারের শ্রদ্ধার্ঘ,তোমাদের অন্তর্যাত্রা শান্তিময় হোক... : আমিই রাকিব
» সোমালিয়ান জলদস্যুর গল্প এবং ২৬ টি নাবিক পরিবারের পক্ষ হতে প্রধানমন্ত্রীর নিকট একটি খোলা চিঠি : জাহাজী পোলা
» টিপাইমুখ বাধ প্রসংগে: প্রয়োজন সংগ্রামের আন্ত:সংযোগ -আপডেটেড : দিনমজুর
» জাতীয় সম্পদ রক্ষার লং মার্চে -আমরা আছি, থাকবো : পারভেজ আলম
» নিজের শরীরে দড়ি বেঁধে আমরা মাথা নিচু করে রাজপথে দাঁড়িয়ে থাকবো কিছুক্ষণ: আশীফ এন্তাজ রবি
» নিজের শরীরে দড়ি বেঁধে আমরা মাথা নিচু করে রাজপথে দাঁড়িয়ে থাকবো কিছুক্ষণ: আশীফ এন্তাজ রবি
» কনোকো-ফিলিপস এর 'পেটে' চলেছে স্বদেশ! : আইরিন সুলতানা
» প্রখ্যাত ব্লগার দিনমজুর ও সোশ্যাল মিডিয়া এক্টিভিস্ট ফিরোজ গ্রেফতার! সোশ্যাল মিডিয়া মুভমেন্ট আপরাইজিং! : কৌশিক
» প্রস্তুতি চুড়ান্ত। কাল ভোরেই রওনা হচ্ছি লিবিয়ার বর্ডারে.... .। ব্লগারদের নিকট দোয়া প্রার্থি : মাহমুদুল হাসান কায়রো
» ইহা আমাদের বাংলার সাগর!! : জাহাজী পোলা
» ফটোগ্রাফিতে মুক্তিযুদ্ধ এবং একজন কিশোর পারেখ : কাঊসার রুশো
» মুক্তিযুদ্ধকালীন এক রাজাকারকে দেয়া আরেক রাজাকারের চিঠি: সন্যাসী
» ভাষাসৈনিক মমতাজ বেগমঃ আজীবন বিপ্লবী এক নারীর ভুলে যাওয়া অধ্যায়। : আসিফ মহিউদ্দীন
» দেশে দেশে সাইবার ক্রাইম সংক্রান্ত আইন ও নীতিমালা
» হুইস্কি অন রক্ এবং অনাকাঙ্খিত ফেলানী ব্যবচ্ছেদ । : স্তব্ধতা'
» হায়রে, হতভাগা বোন ফেলানী এখন উপহাসের পাত্র, কার্টুনের বিষয় : ফিউশন ফাইভ
» বিমান বন্দরের নামে আড়িয়াল বিলে রাষ্ট্রীয় ভূমি আগ্রাসন! : দিনমজুর
এটি নিছক ব্যক্তিগত একটি ইনডেক্স।
সবাইকে ধন্যবাদ।
শুভ ব্লগিং!