সব ব্লগারদের অংশগ্রহনে ও অনুপ্রেরণায় সামহোয়ারইন ব্লগ... বাঁধ ভাঙার আওয়াজের ব্লগারদের ইভটিজিং বিরোধী সামাজিক আন্দোলন এগিয়ে চলছে। গতকাল (রোববার, নভেম্বার ১১, ২০১০) এই সংক্রান্ত একটি পরামর্শ বৈঠক হয়েছে পাবলিক লাইব্রেরী চত্বরে।
মূলত আমাদের আলোচনায় আমরা সর্বসম্মতিতে একটি স্বীদ্ধান্তে উপনীত হয়েছি যে বর্তমান সামাজিক প্রেক্ষাপটে ইভটিজিং-এর নামে যা হচ্ছে তা স্পষ্টতই নারীর বিরুদ্ধে যৌন সন্ত্রাস। এই সন্ত্রাসকে রুখতে হবে সামাজিক ভাবে, বাড়াতে হবে ব্যক্তি পর্যায়ে সচেতনতা।
সচেতনতা বৃদ্ধির জন্য আমাদের প্রথম উদ্যোগ পোস্টারিং আশা করছি আগামী কয়েকদিনের মধ্যে আলোর মুখ দেখবে। তবে যেহেতু শুধু পোস্টারিং এ আমরা আমাদের কার্যক্রম সীমাবদ্ধ রাখবোনা সেহেতু আমাদের আলোচনায় তিনটি বিষয় খুবই গুরুত্ব পয়েছেঃ
১. আন্দোলনের রূপ,
২. আন্দোলনে সাধারণ মানুষের সম্পৃক্ততা, ও
৩. আন্দোলনের গতি
আন্দোলনের রূপঃ
বর্তমান পোস্টারিং কার্যক্রমের সমাপ্তির পর আমরা আরো কিছু পরিকল্পনা হাতে নিয়েছি যার মাঝে রয়েছেঃ
১.১. স্টিকার
১.২. পথ নাটক
১.৩. প্রতিকি বিচার
১.৪. প্রকাশনা (দুটি প্রকাশনা প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে আমাদের কাজের সাথে সম্পৃক্ত হবার। আমরা আশাকরি অচিরেই আমরা একটি প্রবন্ধ সংকলন বের করতে পারবো।)
১.৫. ইভটিজিং বিরোধী সচেতনতা মুলক কার্টুন ও ছবির প্রদর্শনী
আন্দোলনে সাধারণ মানুষের সম্পৃক্ততা
আমাদের এই আন্দোলনকে শুধু ব্লগারদের মাঝে ভার্চুয়াল প্ল্যাটফর্মে আলোচনা সমালোচনার মধ্যে আবদ্ধ করে না রেখে সাধারণ মানুষের সাথে থেকে কাউন্সেলিং এর মাধ্যমে প্রতিরোধের ব্যবস্থা নেয়া যেতে পারে। এই বিষয়টি নিয়ে বড় ক্যানভাসে আমাদের কাজ করার ইচ্ছা আছে।
আন্দোলনের গতি
এটি একটি চলমান আন্দোলন। শুধু দুইদিন পোস্টারিং আর ব্লগে ইভটিজিং বিরোধী দু'টো পোস্ট প্রকাশ করে ঝিমিয়ে পরলে হবেনা। এই আন্দোলনকে আমরা গতিহীন হতে দেবনা। আন্দোলন চলবে। আমরা এমন একটা অবস্থানে যেতে চাই যে অবস্থান থেকে আমরা নীতিনির্ধারকদের বোঝাতে পারবো ইভটিজিং একটি অমানবিক যৌন সন্ত্রাস।
যাহোক আপাতত আমাদের তিনটি মূল টীম পুরো আন্দোলনের কাজ করবেঃ
১. প্ল্যানিং টীম
২. তথ্য গবেষনা টীম ও
৩. ডিজাইন টীম
বিভিন্ন টীম থেকে পোস্টের মাধ্যমে জানানো হবে পরবর্তি কর্মপন্থা বা কার্যক্রম।
বি. দ্র. আসুন প্রথমে নিজের ভেতর চেতনার সলতেটা জ্বেলে বলি অন্তত আমার মাধ্যমে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোন নারী যৌন সন্ত্রাসের ভিক্টিম হবেনা। এবং আমি নিজ দায়িত্বে অন্তত আমার পরিবারে ও এলাকায়, আমার গন্ডিতে একটিও অপরাধ সংগঠিত হতে দেবনা।
আন্দোলনে সাথে থাকুন হাতে হাত রেখে... সবাইকে ধন্যবাদ।